মাগুরায় “এক পেটার আহার অতপর হাসি” কর্তৃক বিনামূল্যে খাদ্য বিতরণ

মাগুরায় “এক পেটার আহার অতপর হাসি” কর্তৃক বিনামূল্যে খাদ্য বিতরণ

দেশজুড়ে

ফেব্রুয়ারি ৪, ২০২৩ ৭:২০ অপরাহ্ণ

শাহিন খন্দকার, মাগুরা

দীর্ঘদিন ধরে এই সংস্থাটি রাস্তার পাশে পড়ে থাকে অসহায় দুঃস্থ পাগল প্রতিবন্ধীদের বিনামূল্যে খাবার বিতরণ পাশাপাশি বস্ত্র চিকিৎসা সামগ্রী বিতরণ করে আসছে। সেই ধারাবাহিকতায় ৪ঠা ফেব্রুয়ারি শনিবার মাগুরা নোমানী ময়দানে প্রায় ১০০ পাগল প্রতিবন্ধী অসহায় দুস্থদের মধ্যে খাবার বিতরণ করছেন।

সংবাদ জানতে পেরে সানন্দে উপস্থিত ছিলেন মাগুরা জেলার সম্মানিত জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, এডিসি জনাব মোহাম্মদ আব্দুল কাদের, মাগুরা সদর উপজেলার নির্বাহী অফিসার জনাব তারিফ-উল হাসান ।

কর্মসূচির প্রকল্প পরিচালক সোহেল সবুজ, পরিচালক মিডিয়া জনাব দিলীপ কুমার বিশ্বাস, পরিচালক প্রশাসন জনাব মোঃ ফসিয়ার রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

কর্মসূচির নির্বাহী পরিচালক জানান সকলের সহযোগিতা থাকলে আমরা আরো বড় ধরনের প্রকল্প হাতে নিতে চাই। জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আবু নাসের বেগ জানান সরকারের পাশাপাশি এরকম বিভিন্ন সামাজিক সংগঠনগুলো মানবতার সেবায় এগিয়ে আসলে দেশে কোন অসহায় লোকই থাকবেনা সেই সাথে তিনি সেমিকোলনের সকল সদস্যকে এই রকম কাজ ধারাবাহিকভাবে করতে সকল প্রকার সহযোগীতা দেওয়ার আশ্বাস প্রদান করেন।

জেলা প্রশাসক মহোদয়কে খুব কাছে পেয়ে খাদ্য নিতে আসা অসহায় অসুস্থ্য ও ভিক্ষুকগণ তাদের মনের কথাগুলো বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *