মাগুরায় আওয়ামী যুবলীগের উদ্যোগে শোক দিবসের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দেশজুড়ে

আগস্ট ২৩, ২০২২ ৭:০৫ অপরাহ্ণ

শাহিন খন্দকার, মাগুরা

বাংলাদেশ আওয়ামী যুবলীগ মাগুরা জেলা শাখার আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল দশটায় শহীদ আতর আলী গণগ্রন্থাগার চত্বরে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মাগুরা জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

প্রধান অতিথির বক্তব্যে সাইফুজ্জামান শিখর বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৭১ সালে তাঁর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। বঙ্গবন্ধু এ দেশের মাটি ও মানুষকে যেভাবে গভীর ভালোবাসার বন্ধনে উজ্জ্বীবিত করেছিলেন তা বিশ্বের ইতিহাসে নজির। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ কখনও স্বাধীন হতো না। যারা এ দেশের স্বাধীনতা সহ্য করেনি তারাই ১৯৭৫ সালের পনেরোই আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যা করছে। জাতির পিতা হত্যাকারী, মদদদাতা ও ইতিহাস বিকৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা জরুরি।

মাগুরা জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ আহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাগুরা ঝিনাইদহ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম।

এসময় আরও উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা আ ফ ম আব্দুল ফাত্তাহ সভাপতি মাগুরা জেলা আওয়ামীলীগ, পঙ্কজ কুমার কুন্ডু সাধারণ সম্পাদক মাগুরা জেলা আওয়ামীলীগ, বীর মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু মাগুরা সদর উপজেলা চেয়ারম্যান, খুরশিদ হায়দার টুটুল মেয়র মাগুরা পৌরসভা, মাগুরা জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক আশরাফ খান, সাকিব হাসান তুহিন সহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনাসভা শেষে হাফেজ আমজাদ হোসাইনের দোয়া মুনাজাত পরিচালনার মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *