মনিরঝিল বালিকা মাদ্রাসায় সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ

মনিরঝিল বালিকা মাদ্রাসায় সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ

শিক্ষা

নভেম্বর ২৮, ২০২২ ৯:৪১ অপরাহ্ণ

এস এম হুমায়ুন কবির, কক্সবাজার

রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের বৃহত্তর মনিরঝিলের একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান দারুচ্ছুন্নাহ হযরত আয়েশা (রঃ) বালিকা মাদ্রাসার ২য় বার্ষিক সভা ও সাংস্কৃতিক -ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরনী অনুষ্টান ২৮ নভেম্বর, সোমবার বিকেলে মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।

সমাজ সেবক আলহাজ্ব ফরুখ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান বক্তা ছিলেন রাজঘাটা মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা ছৈয়দ আলম আরমানী, বিশেষ অতিথী ছিলেন ধাওন খালী মাদ্রাসার পরিচালক মাওলানা মাওলানা মুসলিম উদ্দীন, চাকমার কুল দারুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা সিরাজুলহক, মাওলানা আবু নাছের উখিয়ার মরিচ্যাপালং ছাদিরকাটা মাদ্রাসার মাওলানা আবু নাছের, মাওলানা এরশাদুল্লাহ। এর আগে দুপুরে মাদ্রাসায় সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগীতায উত্তীর্ন ৫০ জন ছাত্রীর মাঝে পুরস্কার বিতরন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরনী সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্টাতা পরিচালক মাওলানা রাশেদুল ইসরাম, অতিথী ছিলেন রামু প্রেস ক্লাবের সহসভপতি ও কাউযারখোপ ইউনিযনের নিকাহ রেজিষ্ট্রার এম, আবদুল্লাহ আল মামুন, মুক্তিরবানী পত্রিকার প্রতিনিধি এইচ,এম,বদিউর রহমান বদি, যুবনেতা মোহাম্মদ হোসেন।

সভায় বক্তারা স্হানীয় জনসাধারণ, জনপ্রতিনিধি ও সকলকে এই প্রতিষ্ঠানে সহায়তার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *