‘বেসামরিক নাগরিকদের মনে ভয় ধরাতে চাচ্ছে রাশিয়া’

আন্তর্জাতিক

জুলাই ১৬, ২০২২ ৯:২৬ পূর্বাহ্ণ

ইউক্রেনের একজন কর্মকর্তা জানিয়েছেন, কয়েকদিন ধরে রাশিয়া ইচ্ছাকৃতভাবে ইউক্রেনের জনবহুল স্থানগুলোতে হামলা চালাচ্ছে।

ভিনেৎসিয়ায় রুশ বাহিনী হামলা চালানোর পর এমন মন্তব্য করেন ইউক্রেনের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সেক্রেটারি ওলেক্সি দানিলোভ।

ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানকে এ কর্মকর্তা বলেছেন, তারা নজরদারি করে দেখতে পেরেছেন, বেসামরিক লোকদের মনে ভয় ধরাতে ইচ্ছাকৃতভাবে জনবহুল এলাকায় হামলা চালাচ্ছে রুশ বাহিনী।

তিনি বলেন, আমাদের একটি নজরদারি ব্যবস্থা আছে এবং সব বিমান হামলা এবং অন্যন্য হামলা আমরা নজরে রাখি। কয়েকদিন যাবত আমরা যা দেখতে পাচ্ছি, তাদের লক্ষ্য হলো বেসামরিক স্থাপনা ধ্বংস করা। তারা সিদ্ধান্ত নিয়েছে, বেসামরিক লোকদের মনে ভয় ধরিয়ে দেবে। এগুলো আমার আবেগীয় কথা না। আমরা যে নজরদারি করছি, সেটি তা বলছে।

এদিকে কয়েকদিন আগে দিন-দুপুরে ক্রেমেনচুকের একটি শপিংমলে হামলা চালায় রাশিয়া। এরপর সেরিভকার একটি এপার্টমেন্টে রকেট ছুঁড়ে তারা। চাসিভ ইয়ারে দুটি এপার্টমেন্টেও একই কায়দায় হামলা করে তারা। সর্বশেষে ভিনেৎসিয়ায় হয় ভয়ানক হামলা।

সূত্র: দ্য গার্ডিয়ান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *