বেগমগঞ্জে জুমার নামাজে বক্তব্যরত জেল পুলিশ সুপার

দেশজুড়ে

সেপ্টেম্বর ৩০, ২০২২ ১১:০০ অপরাহ্ণ

রিপন মজুমদার(জেলা প্রতিনিধি)

নোয়াখালী চৌমুহনী কাচারী বাড়ি মসজিদে জুমার নামাজের আগে সাধারণ মুসল্লিদের উদ্দেশে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা পুলিশ সুপার শহীদুল ইসলাম পিপিএম।

তিনি আসন্ন দূর্গাপূজা উপলক্ষ্যে সকল ধর্মাবলম্বীদের শান্তি শৃংখলা বজায় রেখে নিজ নিজ ধর্ম পালন এবং কোনো ধরনের গুজবে কান না দেয়ার জন্য মুসল্লিদের আহ্বান জানান।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) জুমার নামাজের আগে মুসল্লিদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে পুলিশ সুপার বলেন, নোয়াখালীতে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি ঐতিহ্য রয়েছে। কোনো কুচক্রি মহলকে তা নষ্ট করতে দেয়া যাবে না। সকল ধর্মের মানুষ যাতে শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালনে পুলিশ প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ বছর দূর্গাপূজায় মাঠে কাজ করবে পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ, ডিবি পুলিশ, র‍্যাব থকবে বলেও জানান তিনি।

এ সময় আরও বক্তব্য রাখেন চৌমুহনী পৌরসভার মেয়র খালেদ সাইফুল্লা। এ সময় সেখানে বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাজিব, বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মীর জাহিদুল হক রনি, ট্রাফিক ইন্সপেক্টর এসএম আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *