বিশ্বকাপে গৌরবের যে রেকর্ডটা ব্রাজিলের, লজ্জারটাও তাদেরই

বিশ্বকাপে গৌরবের যে রেকর্ডটা ব্রাজিলের, লজ্জারটাও তাদেরই

খেলা স্লাইড

ডিসেম্বর ৭, ২০২২ ৮:৫৪ পূর্বাহ্ণ

চলমান কাতার বিশ্বকাপে গ্রুপপর্বের শেষ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে হারের পর শেষ ষোলোর লড়াইয়ে যেন হিংস্র বাঘে পরিণত হয় ব্রাজিল। মাত্র ৩৬ মিনিটেই দক্ষিণ কোরিয়ার জালে ৪ গোল দেয় তারা।

এর মাধ্যমে গত ৬০ বছরে বিশ্বকাপের নকআউট ম্যাচের প্রথমার্ধে ৪ বা তার বেশি গোল দেওয়া ইতিহাসের দ্বিতীয় দল হওয়ার গৌরবের রেকর্ড গড়েছে ব্রাজিল। তবে পেছনের ইতিহাসটা আবার তাদের জন্যই লজ্জার।

গত ছয় দশকে এমন কীর্তি দেখানো প্রথম দলটি জার্মানি। সেটি হয়েছিল ২০১৪ সালে, ব্রাজিলের বিভীষিকাময় ৭-১ গোলে হারের ম্যাচে। সেই ম্যাচটিতে প্রথমার্ধে ব্রাজিলকে ৫ গোল দিয়েছিল জার্মানরা।

এদিকে কোরিয়ার বিপক্ষে সোমবার রাতের জয়ে কোয়ার্টার ফাইনালে নাম লেখানোয় আরো দুটি রেকর্ড হয়ে গেছে ব্রাজিলের। জার্মানির পর দ্বিতীয় দল হিসেবে টানা অষ্টমবারের মতো কোয়ার্টারের মঞ্চে পা রেখেছে সেলেসাওরা।

একইসঙ্গে জার্মানির আরো একটি রেকর্ডে ভাগ বসিয়েছে ব্রাজিল। বিশ্বকাপে সবমিলিয়ে জার্মানি কোয়ার্টার ফাইনাল খেলেছে ১৪ বার। ব্রাজিলও এবার নিয়ে ১৪তম বারের মতো কোয়ার্টার ফাইনালে খেলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *