বিপিএল মাতাবেন শাহিন আফ্রিদি-রিজওয়ানরা!

বিপিএল মাতাবেন শাহিন আফ্রিদি-রিজওয়ানরা!

খেলা স্লাইড

অক্টোবর ১৯, ২০২২ ৯:০০ পূর্বাহ্ণ

আগামী বছরের জানুয়ারিতে পাকিস্তান ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ সফল করার কথা ছিল। কিন্তু বোর্ড সেই সিদ্ধান্ত বাতিল করেছে। ফলে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে পাকিস্তানি ক্রিকেটারদের খেলার সম্ভাবনা তৈরি হয়েছে। সেই সুযোগটিই নিতে চায় টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শাহিন শাহ আফ্রিদিসহ তারা দলে ভেড়াতে চায় মোহাম্মদ রিজওয়ান ও হাসান আলিকে। এমটাই জানিয়েছে ক্রিকেট সংশ্লিষ্ট ভারতীয় সংবাদ মাধ্যম ক্রিকবাজ।

ওয়েস্ট ইন্ডিজ ট্যুর বাতিল হওয়ায় পাকিস্তানের আরো কয়েকজন ক্রিকেটারকে বিপিএলে দেখা যেতে পারে। বিপিএল ফ্র্যাঞ্চাইজি রংপুরের সঙ্গে আগেই চুক্তিবদ্ধ হয়েছেন দেশটির অভিজ্ঞ ক্রিকেটার শোয়েব মালিক। রংপুর কিনেছে আফগানিস্তানের আজমতউল্লাহ উমরজাই, শ্রীলংকার পাথুম নিসাঙ্কা ও জেফরে ভেন্ডারসেকে। ক্রিকবাজ জানাচ্ছে, রংপুর মোহাম্মদ নওয়াজকে কেনার কথাও ভাবছে।

বিপিএল শুরু হওয়ার কথা জানুয়ারির ৬ তারিখ থেকে, যার পর্দা নামবে ১৬ জানুয়ারি।

এবারের বিপিএলে অংশগ্রহণ করছে মোট ৭টি দল। গত আসরে অংশ নিয়েছিল ছয়টি দল। রংপুর থেকে কোনো ফ্র্যাঞ্চাইজিকে ওই আসরে দেখা যায়নি। এবার বসুন্ধরা গ্রুপের মালিকায় রংপুর দল গঠন করেছে। এ ছাড়াও দল রয়েছে বরিশাল, খুলনা, ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চল থেকে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের সাতটি ফ্র্যাঞ্চাইজি

দল                                   মালিকানা

বরিশাল                            ফরচুন বরিশাল স্পোর্টস লি.

খুলনা                                মাইন্ডট্রি লি.

ঢাকা                                 প্রগতি গ্রিন অটো রাইস মিলস লি.

সিলেট                               ফিউচার স্পোর্টস বাংলাদেশ লি.

রংপুর                               টগি স্পোর্টস  লি. (বসুন্ধরা গ্রুপ)

চট্টগ্রাম                             ডেল্টা স্পোর্টস লি.

কুমিল্লা                              কুমিল্লা লিজেন্ডস লি.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *