বিপিএলে এবার ঢাকার মালিকানা রুপা ফেব্রিক্সের

বিপিএলে এবার ঢাকার মালিকানা রুপা ফেব্রিক্সের

খেলা

নভেম্বর ১৬, ২০২২ ৯:৩৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে যুক্ত হলো রুপা ফেব্রিক্স লিমিটেড। আসন্ন ২০২৩ আসরে ঢাকা দলের সঙ্গে থাকছে তারা। ঢাকার মালিকানা পাওয়া প্রগতি গ্রিন অটো রাইস মিলস লিমিটেড আর্থিক বাধ্যবাধকতা পূরণে ব্যর্থ হওয়ায় নতুন করে রূপা ফেব্রিক্স লিমিটেড দায়িত্ব পেয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে জানানো হয়েছে, ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিপিএলের পরবর্তী তিন সংস্করনের জন্য মানিকানা সত্ত্ব পেয়েছিল প্রগতি অটো রাইস মিলস লিমিটেড। কিন্ত নির্ধারিত সময়সীমার মধ্যে আর্থিক বাধ্যবাধকতা পূরণে ব্যর্থ হওয়ায় লেটার অব ইনটেন্ট বিধান অনুযায়ী তাদের সঙ্গে চুক্তিটি বাতিল করা হয়েছে।

বিসিবি আরো জানায়, বিপিএল গভার্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীকালে রুপা ফেব্রিক্স লিমিটেডকে এই তিন বছর ঢাকার মালিকানা সত্ত্ব তুলে দেওয়া হয়েছে। উল্লেখ্য, ফ্র্যাঞ্চাইজি বাছাইয়ের ইওল প্রক্রিয়ায় অংশ নিয়েছিল রূপা ফেব্রিক্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *