‘বিদ্যুৎ-জ্বালানি নিয়ে ধৈর্য ধরা ছাড়া উপায় নেই’

‘বিদ্যুৎ-জ্বালানি নিয়ে ধৈর্য ধরা ছাড়া উপায় নেই’

জাতীয় স্লাইড

অক্টোবর ১৭, ২০২২ ৮:১৪ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রীর জ্বালানি, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী বলেছেন, দেশে গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য জ্বালানি তেলের সংকটকে দায়ী। পরিস্থিতি স্বাভাবিক হতে আরো কয়েক মাস লেগে যাতে পারে। এ ধৈর্য ধরা ছাড়া উপায় নেই।

রোববার রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআডিএস) আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তৌফিক-ই-ইলাহী বলেন, রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্রসহ আরো কয়েকটা প্রকল্প থেকে কাঙ্খিত সময়ে বিদ্যুাৎ পাওয়া যাচ্ছে না। নির্ধারিত সময়ের চেয়ে ৩ থেকে ৪ মাস পরে বিদ্যুৎ আসতে পারে।

তিনি বলেন, ভোলায় কিছু গ্যাস পাওয়া গেছে। সোলার সিস্টেম থেকে এক হাজার মেগাওয়াটের ব্যবস্থা করা হচ্ছে। এর মধ্যে এলএনজির দাম কমলে বাড়তি সুবিধা পাওয়া যাবে। সেচের মোট চাহিদার পুরোটাই সোলার সিস্টেমের আওতায় আনার চেষ্টা চলছে।

বিআইডিসের মহাপরিচালক ড. বিনায়ক সেনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন- প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড.মশিউর রহমান। আরো বক্তব্য রাখেন- সাবেক তত্ববধায়ক সরকারের উপদেস্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *