বিএনপির অবস্থা যেন ‘প্যাারালাইজড রোগী’

রাজনীতি স্লাইড

এপ্রিল ২৫, ২০২২ ১১:৩১ পূর্বাহ্ণ

বিএনপির অবস্থাও যেনো প্যারালাইজড রোগীর মতো। চেতনা আছে, কিন্তু কর্ম সাধনের ক্ষমতা নেই।

সূত্র জানায়, রাজনীতিতে একের পর এক ভুল সিদ্ধান্ত এবং ব্যর্থতা বিএনপিকে এখন অস্তিত্বের সংকটে ঠেলে দিয়েছে। ভুলের কারণে রাজনীতিতে বিএনপির টিকে থাকাই এখন দায় হয়ে পড়েছে। অবস্থার পরিবর্তন না হলে বিএনপি এমন দুর্ভিক্ষ থেকে বের হতে পারবে না বলে মনে করছেন বিএনপিপন্থী বুদ্ধিজীবীরা।

সদ্য বিএনপির রাজনীতি ছেড়ে আসা একাধিক নেতা বলেন, বিএনপির সৃষ্টি নিয়ে রাজনীতিতে সমালোচনা থাকলেও খালেদা জিয়ার প্রতি ভালোবাসার কারণে এক সময় দেশের মানুষ বিএনপিকে সমর্থন করতো। কিন্তু খালেদা জিয়াও যখন জিয়াউর রহমানের মতো সংঘাত ও স্বাধীনতাবিরোধী রাজনীতি চর্চা শুরু করেন, মানুষ তখন তার ও দলের প্রতি মুখ ফিরিয়ে নেয়। জিয়া বিএনপিকে যুদ্ধাপরাধী, স্বাধীনতাবিরোধী ও সুবিধাবাদীদের আড্ডাখানায় পরিণত করেছিলেন। তিনি রাজনীতিকে ডিফিকাল্ট করার নামে রাজনীতিতে কালো টাকা, পেশি শক্তি, সন্ত্রাসের প্রবেশ ঘটিয়েছিলেন। সেই একই পথে হেঁটে দলটিকে সন্ত্রাসী ও জঙ্গিদের অভয়ারণ্যে পরিণত করেন খালেদা জিয়া ও তারেক রহমান। যার কারণে ধীরে ধীরে বিএনপির প্রতি মানুষের ঘৃণা সৃষ্টি হয়। মানুষ প্রত্যাখ্যান করে দল ও এর নেতৃত্বকে।

তারা বলেন, মুক্তিযুদ্ধবিরোধী অবস্থান, পাকিস্তানি ঘরানার রাজনীতি প্রতিষ্ঠা করা এবং স্বাধীনতাবিরোধীদের পুনর্বাসন করার কারণে জনগণও বিএনপিকে স্বদেশবিরোধী দল হিসেবে চিহ্নিত করেছে। দলটিকে অস্তিত্বের সংকটে ফেলে দিয়েছেন দলটির দুই শীর্ষ নেতা। খালেদা জিয়ার এখনকার অবস্থা, তারেক রহমানের বিদেশে অবস্থানের কারণে রাজনীতিতে বিএনপির ভূমিকা যেভাবে ক্ষুণ্ন হয়েছে, তেমনি রাজনৈতিক অঙ্গীকার এবং রাজনৈতিক লক্ষ্য প্রশ্নবিদ্ধ হয়েছে। অবস্থার পরিবর্তন না হলে বিএনপিকেও মুসলিম লীগের পরিণতি বরণ করতে হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *