বিআরবি হাসপাতালে ক্যান্সার নির্ণয়ে সর্বাধুনিক ফ্রোজেন সেকশন মেশিনের শুভ উদ্বোধন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশজুড়ে

জুন ৪, ২০২২ ৬:১৯ অপরাহ্ণ

মিজানুর রহমান

রাজধানীর পান্থপথে অবস্থিত বিআরবি হাসপাতাল লিমিটেড নিখুঁতভাবে ক্যান্সার নির্ণয় ও সনাক্তকরণের জন্য বিশ্বমানের সর্বাধুনিক ফ্রোজেন সেকশন মেশিন সংযোজন করেছে। ৩ জুন, শুক্রবার সকালে বিআরবি ভবনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে বিআরবি গ্রুপের সম্মানিত পরিচালক মফিজুর রহমান এই উদ্বোধন করেন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের প্রথম সফল লিভার ট্রান্সপ্লান্ট সার্জন ও ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা অধ্যাপক মোহাম্মদ আলী। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের হিষ্টোপ্যাথলজির অধ্যাপক তারেক আল নাসির, অধ্যাপক ডাঃ রফিকুল সালেহীন, অধ্যাপক ডাঃ আলতাফ হোসেন, ডাঃ ফয়েজা আক্তার, ডাঃ মিজানুর রহমান এবং অত্র হাসপাতাণের ডিএমএস ও সিইও (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ মনসুর আলীসহ হাসপাতালের কনসালটেন্ট, মেডিকেল সার্ভিসের কর্মকর্তা, ডাক্তার, নার্স অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

বাংলাদেশে উন্নত বিশ্বের সমমানের প্রযুক্তি ফ্রোজেন সেকশন মেশিন দ্বারা এখন থেকে আরো নিখুঁতভাবে বিআরবি হাসপাতাল লিমিটেডে ক্যান্সার নির্ণয় ও সনাক্তকরণ হবে বলে জানান বিআরবি হাসপাতাল কর্তৃপক্ষ। খরচও হবে ইউরোপ-আমেরিকা থেকে তুলনামূলক কম। একই সাথে হাসপাতালে আগত রোগীদের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে হাসপাতালের মেডিকেল অফিসারদে নিয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *