বাড়িতে তল্লাশির ‘সুযোগ’ কাজে লাগাবেন ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক স্লাইড

আগস্ট ১০, ২০২২ ৯:৫৫ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার মার-এ-লাগো বাড়িতে মঙ্গলবার তল্লাশি চালায় এফবিআই।

সাবেক প্রেসিডেন্টের বাড়িতে এফবিআই অভিযান চালাতে পারে এমনটি ভাবেনি কেউ৷

গণমাধ্যম সিএনএন জানিয়েছে, ট্রাম্প এ বিষয়টির সুবিধা তুলে নেবেন৷ আগামী নির্বাচনে তিনি ফের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার সময় বিষয়টিকে সামনে এনে নিজের ভোট বাড়ানোর চেষ্টা করবেন।

এ ব্যাপারে সিএনএন বলেছে, ঘটনার ঠিক পরপরই ট্রাম্প বিষয়টিকে রাজনীতিতে রূপ দেন।

ট্রাম্প দাবি করেন, তার সুন্দর বাড়ি দখল করা হয়েছে, রেইড চালানো হয়েছে এবং অনুপ্রবেশ ঘটানো হয়েছে।

ট্রাম্প অভিযোগ করেন তিনি ডেমোক্রেটদের ‘বিচার ব্যবস্থার অস্ত্রিকরণের’ স্বীকার হয়েছেন৷ যারা তাকে ২০২৪ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া থেকে আটকাতে চায়৷

২০২১ সালের ৬ জুন এমনই সব বিস্ফোরক অভিযোগ করে এবং নির্বাচনে কারচুপির অভিযোগ করে ক্যাপিটাল হিলে নিজ সমর্থকদের জড়ো করেন ট্রাম্প। যা পরবর্তীতে রক্তক্ষয়ী সংঘর্ষে রুপান্তরিত হয়।

ট্রাম্প এ ঘটনার পর অভিযোগ করেন বর্তমান বাইডেন প্রশাসন হলো দুর্নীতিগ্রস্ত। তিনি অভিযোগ করে বলেন, তৃতীয় বিশ্বের দেশগুলোতে এমন ঘটনা ঘটে৷ যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন আগে ঘটেনি, যেটি এবার ঘটল৷

ট্রাম্পের বাড়িতে তল্লাশি বা অভিযানের ঘটনা ঘটলেও এ ব্যাপারে প্রেসিডেন্ট জো বাইডেন কিছু জানতেন বলে জানিয়েছে হোয়াইট হাউজের সূত্র।

তবে ট্রাম্পের রিপাবলিকান পার্টির দলের নেতারা বিষয়টিকে রাজনৈতিক রঙ দিয়েছেন৷ বিষয়টি নিয়ে সরব হয়েছেন তারাও৷

রিপাবলিকান দলের নেতারা হুমকি দিয়েছেন যদি তারা নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে জয় পান তাহলে অ্যাটর্নি জেনারেল ম্যারিক গার্ল্যান্ডের বিরুদ্ধে তদন্ত করবেন৷

তাছাড়া তল্লাশি করার কারণ জানতে চাওয়ার বদলে; তল্লাশি কেন চালানো হয়েছে সে প্রশ্ন করছেন তারা।

সূত্র: সিএনএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *