বালুবোঝাই ট্রাকে বাসের ধাক্কায় নিহত ৩

দেশজুড়ে স্লাইড

জুলাই ১৬, ২০২২ ৯:৩৪ পূর্বাহ্ণ

ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে থেমে থাকা বালুবোঝাই ট্রাকে বাসের ধাক্কায় তিনজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। শনিবার (১৬ জুলাই) সকাল ৬টায় মির্জাপুর উপজেলার দুল্যা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

গোড়াই হাইওয়ে পুলিশের এসআই রফিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

রফিকুল ইসলাম জানান, ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে থেমে থাকা বালুবোঝাই ট্রাককে ধাক্কা দেয় যাত্রীবাহী বাস। এতে বাসের তিন যাত্রী নিহত হন এবং আহত হয়েছেন ১০ জন। তবে নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে মেলেনি।

স্থানীয় সূত্র জানায়, মহাসড়কের পাশে থেমে থাকা ঢাকাগামী বালুবোঝাই ট্রাকের পেছনে যাত্রীবাহী বিনিময় পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। যার ফলে তিনজন নিহতসহ কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলে যানজটে আটকা পড়ে দুর্ভোগে পড়েন কর্মস্থলগামী মানুষ।

প্রায় দুই ঘণ্টা পর মির্জাপুর থানা পুলিশ রেকারের সাহায্যে দুর্ঘটনা কবলিত বাসটিকে সরালে সকাল পৌনে ৭টায় যান চলাচল স্বাভাবিক হয়।

গোড়াই হাইওয়ে থানার ওসি মোল্লা টুটুল জানান, তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *