বাণিজ্যমেলা থেকে ২০০ কোটি টাকার বেশি স্পট অর্ডারের আশা

বাণিজ্যমেলা থেকে ২০০ কোটি টাকার বেশি স্পট অর্ডারের আশা

অর্থনীতি স্লাইড

জানুয়ারি ১, ২০২৩ ৮:২০ পূর্বাহ্ণ

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাণিজ্যমেলায় গত বছর ২০০ কোটি টাকার স্পট অর্ডার পেয়েছিলাম, এ বছর সেটা আরো বেশি হবে বলে আশি করছি। আমাদের উৎপাদিত পণ্য আন্তর্জাতিক অঙ্গনে পরিচয় করিয়ে দেওয়াই মেলার মূল উদ্দেশ্য ও লক্ষ্য। আর সার্বিকভাবে ব্যবসা-বাণিজ্যের পরিধি বাড়ানো।

শনিবার রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বাণিজ্যমন্ত্রী বলেন, নতুন বছরের পথম দিন (১ জানুয়ারি) বিবিসিএফইসি-এ প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৩ সালের বাণিজ্যমেলার শুভ উদ্বোধন ঘোষণা করবেন।

রফতানি লক্ষ্যমাত্রা নিয়ে এক প্রশ্নের জবাবে টিপু মুনশি বলেন, প্রতিবছর আমাদের রফতানি বাড়ছে। গত বছর আমাদের ৫১ বিলিয়ন ডলারের রফতানির লক্ষমাত্রা নির্ধারণ করা হলেও আমরা ৬০ বিলিয়ন ডলার রফতানি করতে পেরেছি। এ বছর ৬৭ বিলিয়ন ডলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। চলতি বছরের নভেম্বর পর্যন্ত ১০ শতাংশ গ্রোথ হয়েছে। এরপরও কোভিড পরবর্তী অবস্থা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতেও আমরা আশা করছি লক্ষ্যমাত্রা অনুযায়ী অর্জন করতে পারব৷

এ বছর মেলার পরিধি বাড়ানো হয়েছে বলে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, মেলার আকার বাড়বে এবার। গত বছরের তুলনায় ১০০টির বেশি স্টল অংশ নিয়েছে।

প্রসঙ্গত, রাজধানীর উপকণ্ঠ পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) আগামীকাল রোববার (১ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে ২৭তম আন্তর্জাতিক বাণিজ্যমেলা।

অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন (ডিটিও) অনুবিভাগের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) হাফিজুর রহমান, অতিরিক্ত সচিব (রফতানি) মো. আব্দুর রহিম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *