বাছাইপর্বের জন্য বাংলাদেশের দল ঘোষণা

খেলা

সেপ্টেম্বর ৫, ২০২২ ৭:০১ পূর্বাহ্ণ

আসন্ন দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আইসিসি নারী টি-২০ বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক করে বাংলাদেশের নারী দল ঘোষণা করা হয়েছে আজ।

রোববার ১৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৪ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত বাছাইপর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে।

বাছাইপর্বে বাংলাদেশসহ মোট আটটি দেশ অংশ নেবে। এখান থেকে শীর্ষ দুই দল আগামী বছরের ফেব্রুয়ারিতে বিশ্বকাপে অংশ নেবে।

বাংলাদেশ রয়েছে গ্রুপ ‘এ’ তে। যেখানে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্রকে। ‘বি’ গ্রুপে আছে থাইল্যান্ড, জিম্বাবুয়ে, পাপুয়া নিউ গিনি ও সংযুক্ত আরব আমিরাত।

বাছাইপর্বের আগে বাংলাদেশ দল আবুধাবিতে ক্যাম্প করবে। ৮ সেপ্টেম্বর নারী দল দুবাইতে উড়াল দেবেন। ১৩ সেপ্টেম্বর পর্যন্ত সেখানেই চলবে নারীদের ক্যাম্প।

বাংলাদেশের খেলার সূচি:
১৮ সেপ্টেম্বর, প্রতিপক্ষ আয়ারল্যান্ড।
১৯ সেপ্টেম্বর, প্রতিপক্ষ স্কটল্যান্ড।
২১ সেপ্টেম্বর, প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র।

বাংলাদেশ দল:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), শারমীন আক্তার সুপ্তা, শামীমা সুলতানা, ফারজানা হক পিংকি, রুমানা আহমেদ, রিতু মনি, লতা মণ্ডল, সালমা খাতুন, সোবহানা মোস্তারি, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার মেঘলা ও মারুফা আক্তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *