বাউফলে কৃষক কর্মশালা শেষে ফলজ চারা ও সার বিতরণ

দেশজুড়ে

আগস্ট ৩১, ২০২২ ৬:১৩ অপরাহ্ণ

দুলাল হোসেন, বাউফল (পটুয়াখালী)

পটুয়াখালীর বাউফলে উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষক কৃষাণীদের দিনব্যাপী প্রশিক্ষণ, ফলজ বৃক্ষের চারা ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বুধবার (৩১ আগস্ট) সকাল নয়টার দিকে উপজেলা কৃষক প্রশিক্ষণ হল রুমে উপকারভোগী ৩০ জন কৃষক কৃষাণীদের ফল চাষের আধুনিক কলাকৌশল বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ দেয়া হয়েছে। পরে বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর,ও শরিয়তপুর, কৃষি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে মিশ্র ফলবাগানের আম, মাল্টা, সফেদা, কুল, থাই পেয়ারা চারা, রাসায়নিক সার ও সাইনবোর্ড বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মো. শওকত হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. কামরুল হাসান ও উপজেলা নির্বাচন অফিসার, মো. তারিকুল ইসলাম। এছাড়াও কৃষি অফিসের অনেকেই উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *