বাংলাদেশ সময় অনুযায়ী কাতার বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

বাংলাদেশ সময় অনুযায়ী কাতার বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

খেলা

নভেম্বর ১৬, ২০২২ ৯:৪৫ পূর্বাহ্ণ

আর মাত্র কয়েকদিন তারপরই কাতারে পর্দা উঠতে যাচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফিফা ফুটবল বিশ্বকাপের। কাতার বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক ১০০ দিন আগেই হুট করেই বিশ্বকাপের সূচি বদল করে ফিফা।

নতুন সূচিতে উদ্বোধনী ম্যাচে আল বাইত স্টেডিয়ামে স্বাগতিক কাতার মাঠে নামবে ইকুয়েডরের বিপক্ষে। ম্যাচটি শুরু হবে ২০ নভেম্বর বাংলাদেশ সময় রাত ১০টায়। এর আগের সূচিতে উদ্বোধনী ম্যাচ খেলার কথা ছিল সেনেগাল এবং নেদারল্যান্ডসের।

এবারের আসরের পর্দা নামবে ১৮ ডিসেম্বরের ফাইনালের মধ্য দিয়ে। লুসাইলের আইকনিক লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনাল।

বিশ্বকাপে প্রতিযোগিতায় সুযোগ পাওয়া ৩২ দেশের মধ্যে ৩১ দেশকেই মূলপর্বে আসতে পাড়ি দিতে হয়েছে বাছাইপর্ব। স্বাগতিক দেশ হিসেবে কাতার বাছাইপর্বে অংশগ্রহণ ছাড়াই পেয়ে গেছে টিকিট। বাকি ৩১ দল নিজ নিজ মহাদেশীয় বাছাইপর্ব পেরিয়ে তবেই পেয়েছে কাতারের টিকিট। আফ্রিকা (সিইএফ), এশিয়া (এএফসি), ইউরোপ (উয়েফা), উত্তর আমেরিকা/মধ্য আমেরিকা/ক্যারিবিয়ান (কনক্যাকাফ) ও দক্ষিণ আমেরিকা (কনমেবল) অঞ্চলের কনফেডারেশনের অধীন দেশগুলো বাছাইপর্বে অংশ নিয়েছে।

পাঠকদের জন্য এবারের আসরের পূর্ণাঙ্গ সূচি ও গ্রুপ দেওয়া হলো।

গ্রুপ অনুযায়ী বিশ্বকাপের ৩২ দলের তালিকা:

গ্রুপ এ: কাতার, নেদারল্যান্ডস, সেনেগাল ও ইকুয়েডর
গ্রুপ বি: ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, ওয়েলস ও ইরান
গ্রুপ সি: আর্জেন্টিনা, পোল্যান্ড, মেক্সিকো ও সৌদি আরব
গ্রুপ ডি: ফ্রান্স, ডেনমার্ক, তিউনিশিয়া ও অস্ট্রেলিয়া
গ্রুপ ই: জার্মানি, স্পেন, জাপান ও কোস্টারিকা
গ্রুপ এফ: বেলজিয়াম, ক্রোয়েশিয়া, কানাডা ও মরক্কো
গ্রুপ জি: ব্রাজিল, সুইজারল্যান্ড, সার্বিয়া ও ক্যামেরুন
গ্রুপ এইচ: পর্তুগাল, উরুগুয়ে, ঘানা ও দক্ষিণ কোরিয়া।

২০২২ কাতার বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি:

গ্রুপ পর্ব

বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচ গুলো

বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচ গুলো

ব্রাজিল-ক্যামেরুন এবং সার্বিয়া ও সুইজারল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শেষ হবে কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব।

৩ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ৯টা থেকে শুরু হবে শেষ ষোলোর খেলা। প্রতিদিন দুটি করে ম্যাচ হবে রাউন্ড অব সিক্সটিনের।

দ্বিতীয় রাউন্ড 

দ্বিতীয় রাউন্ডের খেলার সূচি

দ্বিতীয় রাউন্ডের খেলার সূচি

রাউন্ড অব সিক্সটিন শেষে কোয়ার্টার ফাইনাল শুরু হবে ৯ ডিসেম্বর থেকে।

কোয়ার্টার-ফাইনাল , সেমিফাইনাল ও ফাইনাল

কোয়ার্টার-ফাইনাল , সেমিফাইনাল ও ফাইনাল

১৮ ডিসেম্বর রাত ৯টায় ২০২২ কাতার বিশ্বকাপের শিরোপার লড়াইয়ে লড়বে সেমি-ফাইনাল জেতা দুই ফাইনালিস্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *