বাংলাদেশসহ ৫ দেশের জন্য ওমরাহ পালনে নতুন নিয়ম

বাংলাদেশসহ ৫ দেশের জন্য ওমরাহ পালনে নতুন নিয়ম

আন্তর্জাতিক স্লাইড

ডিসেম্বর ৬, ২০২২ ১০:২১ পূর্বাহ্ণ

পবিত্র ওমরাহ পালনের ক্ষেত্রে বাংলাদেশসহ ৫ দেশের মানুষের জন্য নতুন নিয়ম বেঁধে দিয়েছে সৌদি সরকার।

এখন থেকে ওমরাহ ভিসার জন্য আগ্রহীদের আঙুলের ছাপ দিয়ে নিবন্ধন করতে হবে। হাজিদের ভ্রমণের ক্ষেত্রে দুর্ভোগ দূর করার জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানায় সৌদি কর্তৃপক্ষ।

সৌদি গেজেটের প্রতিবেদনে জানানো হয়, নতুন এই নিয়মে অনলাইনে ওমরাহ ভিসা নিবন্ধনের ক্ষেত্রে আঙুলের ছাপ যুক্ত করতে হবে। যুক্তরাজ্য, কুয়েত, তিউনেশিয়া, মালয়েশিয়া এবং বাংলাদেশের নাগরিকদের জন্য নতুন এই নিয়ম মেনে চলতে হবে।

দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলছে, ওমরাহ পালন করতে আসা যাত্রীদের দুর্ভোগ কমাতে এ উদ্যোগ নেয়া হয়েছে। সৌদি আরবের যেসব বন্দর দিয়ে হাজিগণ আসবেন সেসব বন্দরে হজ যাত্রীদের দুর্ভোগ কমাতেই এ উদ্যোগ নেয়া হয়েছে।

আগ্রহীরা ঘরে বসেই মোবাইল ফোনের মাধ্যমে ওমরাহ ভিসার জন্য আঙুলের ছাপ দিতে পারবেন। এ জন্য সৌদি ভিসা বায়ো নামের অ্যাপ ডাউনলোড করে ভিসার ধরন বেছে নিতে হবে। এরপর পরিচয় যাচাইয়ের জন্য পাসপোর্ট স্ক্যানে চাপ দিয়ে আবেদনকারীকে অবশ্যই সামনের ক্যামেরা থেকে একটি পূর্ণ মুখের ছবি তুলতে হবে। যাতে এটি পাসপোর্টে থাকা ব্যক্তিগত ছবির সঙ্গে মেলে। সর্বশেষে ক্যামেরার মাধ্যমে ১০ আঙুলের ছাপ ইলেকট্রনিকভাবে স্ক্যান করে নিলেই নিবন্ধন সম্পন্ন হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *