বন্ধ হচ্ছে করোনা টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ

জাতীয়

জুলাই ২৬, ২০২২ ৯:০৫ অপরাহ্ণ

জাহাঙ্গীর আলম

আগামী নভেম্বরের পর আর দেওয়া হবে না করোনার প্রথম ও দ্বিতীয় ডোজ। কারণ ওই সময় শেষ হবে টিকার মেয়াদ। এছাড়া নতুন করে টিকা কেনার সম্ভাবনাও কম।

মঙ্গলবার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব শামসুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, দেশে বর্তমানে প্রথম ও দ্বিতীয় ডোজের দেড় কোটি টিকা মজুদ আছে। যারা এখনো এই দুই ডোজ গ্রহণ করেননি, দ্রুত তাদের নিয়ে নেওয়া উচিত। বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা টিকার মেয়াদ নভেম্বরে শেষ হবে। কোনো টিকা ২১, কোনো টিকা ২৩, কোনো টিকা ৩০ নভেম্বরের পর আর ব্যবহার করা যাবে না।

শামসুল হক বলেন, দেশে এখনো ৩৩ লাখ মানুষ প্রথম ও ৯৪ লাখ মানুষ দ্বিতীয় ডোজের টিকা নেননি। তবে বুস্টার ডোজের টিকার পর্যাপ্ত মজুদ রয়েছে।

এই কর্মকর্তা বলেন, টিকা নেওয়ার ক্ষেত্রে মানুষের গড়িমসি লক্ষ করা গেলেও বুস্টার ডোজ কার্যক্রম চলমান থাকবে। এখনো সাড়ে ৬ কোটি মানুষ বুস্টার ডোজ নেননি। টিকা গ্রহণে মানুষের সাড়াও কম মিলছে।

তিনি আরও বলেন, আগস্ট থেকে শুরু হবে ৫ থেকে ১১ বছর বয়সীদের টিকা কার্যক্রম। এজন্য নিবন্ধন শুরু হয়েছে। সব মিলিয়ে টিকা পাবে ৪ কোটি ২০ লাখ শিশু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *