বছরে ৪ কোটি ডলার নকল চুল রফতানি

বছরে ৪ কোটি ডলার নকল চুল রফতানি

অর্থনীতি স্লাইড

ডিসেম্বর ৬, ২০২২ ১০:৪৪ পূর্বাহ্ণ

বৈশ্বিক ফ্যাশনে বাড়তি রং এনে দেওয়া কৃত্রিম চুলের কদর রয়েছে গোটা বিশ্বে। আর এ বাজারের বড় একটা অংশই এখন বাংলাদেশের দখলে। আসছে কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা।

এ বিষয়ে এভারগ্রিন প্রোডাক্ট বাংলাদেশের মহাব্যবস্থাপক মেজর কাজী ফেরদাউস-উল-আলম গণমাধ্যমকে বলেন, ২০১০ সালে নীলফামারিতে আমাদের ফ্যাক্টরির যাত্রা শুরু হয়। নীলফামারির উত্তরা ইপিজেডে বিশ্বমানের উইগ তৈরি করছে চীনা প্রতিষ্ঠান এভারগ্রিন। এখন পর্যন্ত এ ফ্যাক্টরিতে কাজের সুযোগ পেয়েছে অন্তত ১০ হাজার মানুষের। উন্নত কাঁচামাল ও বিচিত্রসব নকশায় মোড়া এসব শৌখিন এবং মূল্য সংযোজনী পণ্যের বড় বাজার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বহু দেশ।

এভারগ্রিন প্রোডাক্ট বাংলাদেশের ফ্যাশন ডিজাইনার নূসরাত জাহান জানান, ইস্টার সানডে, ক্রিসমাস, হ্যালোইন বিভিন্ন সময় তারা এগুলো গ্রহণ করে। বিনিয়োগবান্ধব নীতিমালা আর শ্রমের সহজলভ্যতার কারণে উত্তরা ইপিজেডে বিনিয়োগের আগ্রহ দেখায় চীনা প্রতিষ্ঠানটি। বর্তমানে ইপিজেডের পাঁচ কারখানায় রফতানি পৌনে ৫ কোটি ডলার ছাড়িয়েছে। একই সঙ্গে সবশেষ অর্থবছরে রফতানি করেছে প্রায় ৪ কোটি ডলারের পণ্য।

২০২১ সালে বিশ্বব্যাপী এই পণ্যের বাজার ছিল ৩ বিলিয়ন ডলারের ওপরে, যা বছর ব্যবধানে বেড়েছে অন্তত ১০ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *