ফেসবুক পোস্টে যা লিখলেন চিত্রনায়িকা মৌসুমী

বিনোদন স্পেশাল

জুন ১৭, ২০২২ ১০:০৬ পূর্বাহ্ণ

গেল কয়েকদিন থেকে বেশ উত্তাল সিনেমাপাড়া। এর পেছনের ঘটনায় মৌসুমী-জায়েদ ও সানী ইস্যু। গত ১৩ জুন সানীর অভিযোগের বিপক্ষে গিয়ে মৌসুমী সংবাদমাধ্যমে অডিও বার্তা দেন। সেখানে স্বামী ওমর সানীর সব অভিযোগ অস্বীকার করে জায়েদের পক্ষে কথা বলেন চিত্রনায়িকা মৌসুমী। সংবাদমাধ্যমে অডিওবার্তা দেয়ার পর ওই ইস্যু নিয়ে আর কোনও কথা বলেননি মৌসুমী।

এদিকে, বৃহস্পতিবার (১৬ জুন) নিজের ফেসবুক পেজে তিনটি ছবি পোস্ট করেন মৌসুমী। ছবির ক্যাপশনে মৌসুমী লেখেন, ‘কঠিন বাস্তবতা অতিক্রম মানে হচ্ছে স্বপ্ন ছুঁয়ে দেয়া।’ মৌসুমীর ওই পোস্টে নানা মন্তব্যে ভাসিয়ে দিচ্ছেন নেটিজেনরা। অনেকে ছবির মন্তব্যের ঘরে লিখছেন, আপা নতুন জীবনে স্বাগতম। কেউ লিখেছেন, ঘরের কথা পরকে জানানো ঠিক নয়। আবার কেউ লিখেছেন, মর্যাদা রক্ষা করুন, নষ্ট লোককে ত্যাগ করুন। এরকম অসংখ্য মন্তব্যে ভরিয়ে যাচ্ছে মৌসুমীর ওই পোস্টে।

গত ১০ জুন অভিনেতা ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে পিস্তল ঠেকিয়ে গুলি করার হুমকির অভিযোগ তোলেন চিত্রনায়ক ওমর সানী। এ নিয়ে ওমর সানী শিল্পী সমিতিতে অভিযোগও করেন। ওই অভিযোগে গুলি করার হুমকি, ওমর সানীর স্ত্রী মৌসুমীকে নানাভাবে হয়রানির বিষয়ও তুলে ধরেন। তবে অভিযোগের বিষয়টি পুরোটা অস্বীকার করে জায়েদ বলেন, এটা মিথ্যা খবর। এর দুই দিনের ব্যবধানে সংবাদমাধ্যমে অডিও বার্তা দেন মৌসুমী। তাতে জায়েদ খানের কোনো দোষ নেই বলে উল্লেখ করেন।

নব্বইয়ের দশক ও পরবর্তী সময়ে মৌসুমী-ওমর সানীর কোনো সিনেমা মুক্তি পেলে দর্শকদের মধ্যে তা দেখার হিড়িক পড়ে যেত। ওমর সানী-মৌসুমী জুটির প্রথম চলচ্চিত্র ছিল ‘দোলা’। ছবিটি ১৯৯৪ সালে মুক্তি পায়। এরপর এ জুটি অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হচ্ছে ‘আত্ম অহংকার’, ‘প্রথম প্রেম’, ‘মুক্তির সংগ্রাম’, ‘হারানো প্রেম’, ‘গরিবের রানী’, ‘প্রিয় তুমি’, ‘সুখের স্বর্গ’, ‘মিথ্যা অহংকার’, ‘ঘাত প্রতিঘাত’, ‘লজ্জা’, ‘কথা দাও’ ‘স্নেহের বাঁধন’ ইত্যাদি। ১৯৯৫ সালে বিয়ে করেন ওমর সানী ও মৌসুমী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *