ফিলিস্তিনি তরুণকে মাথায় গুলি করে হত্যা

আন্তর্জাতিক স্লাইড

এপ্রিল ২৮, ২০২২ ৮:২৯ পূর্বাহ্ণ

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর দমন-পীড়ন অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। বুধবারও (২৭ এপ্রিল) ইসরাইলের নিরাপত্তা বাহিনীর অভিযানের সময় গুলিতে এক ফিলিস্তিনি তরুণ নিহত হন। আহত হয়েছেন ৩ জন। প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ করেছেন ফিলিস্তিনিরা। এ সময় ইসরাইলি বাহিনীর সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়।

সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত ফিলিস্তিনি তরুণের মরদেহ নিয়ে অধিকৃত পশ্চিম তীরের জেনিনে শোক মিছিলে অংশ নেন হাজারো মানুষ। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বুধবার (২৭ এপ্রিল) জেনিনের শরণার্থী শিবিরে অভিযানের সময় ফিলিস্তিনি তরুণ আহমাদ ফাথি মাসাদের মাথায় গুলি করে ইসরাইলি সেনারা।

এ সময় আরও তিনজন আহত হন। গ্রেফতার করা হয় বেশ কয়েকজনকে। প্রতিবাদে রাস্তায় নেমে আসেন ফিলিস্তিনিরা। নিরিহ ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বাহিনীর অব্যাহত দমন-পীড়নের তীব্র নিন্দা জানান বিক্ষুব্ধরা। প্রতিবাদ মিছিলে এক পর্যায়ে ইসরাইলি বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হন আন্দোলনকারীরা।

সন্ত্রাসবিরোধী অভিযানের নামে ফিলিস্তিন অধ্যুষিত এলাকায় ইসরাইলি নিরাপত্তা বাহিনীর অভিযানের তীব্র নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী। গেল মাসে আরব বংশোদ্ভূত এক ফিলিস্তিনির হামলায় ১৪ ইসরাইলি নিহতের জেরে পশ্চিম তীরসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে যাচ্ছে তেল আবিব। কয়েক সপ্তাহে ইসরাইলি বাহিনীর অভিযানে অন্তত ১৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম।

এদিকে সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলায় ৯ যোদ্ধা নিহত হয়েছেন। বুধবার (২৭ এপ্রিল) এ হামলা চালানো হয়। খবর হার্তেজের।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, নিহতদের মধ্যে পাঁচজন সেনা সদস্য রয়েছেন। বাকিরা অন্য দেশের নাগরিক। তবে এ নিয়ে ইসরাইলের সেনাবাহিনী কোনো মন্তব্য করেনি। এ ঘটনায় সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক ফেসবুক পোস্টে জানিয়েছে, হামলায় বিভিন্ন স্থাপনার ক্ষতি হয়েছে।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, ক্ষেপণাস্ত্রগুলো উত্তর-পূর্ব ইসরাইলের টাইবেরিয়াস শহর থেকে উৎক্ষেপণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *