ফিফার অফিশিয়াল সাউন্ডট্র্যাক ‘লাইট দ্য স্কাই’ গানে নোরা

ফিফার অফিশিয়াল সাউন্ডট্র্যাক ‘লাইট দ্য স্কাই’ গানে নোরা

বিনোদন

অক্টোবর ৯, ২০২২ ৯:১৭ পূর্বাহ্ণ

এবারের ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কাতারে। চলতি বছরের ২০ নভেম্বর আল বায়েত স্টেডিয়ামে হবে উদ্বোধনী অনুষ্ঠান। আয়োজনটির জন্য প্রতিবারের মতো এবারো প্রকাশ করা হয়েছে অফিশিয়াল সাউন্ডট্র্যাক ‘লাইট দ্য স্কাই’।

সাউন্ডট্র্যাকের ভিডিওটি নির্মিত হয়েছে বলিউডের নোরা ফাতেহি, আমিরাতের বলকিস, ইরাকি শিল্পী রাহমা রিয়াদ এবং মরক্কোর মানাল বেঞ্চলিখাকে নিয়ে।

ফিফার অফিশিয়াল ইউটিউবে গানটি প্রকাশ পেয়েছে শুক্রবার (০৭ অক্টোবর)। গানটির পাঞ্চ লাইনটি এমন- এসো আমরা সবাই মিলে আকাশে আলো জ্বালি।

গানটিতে অংশ নেওয়া চারজনই নারী শিল্পী। এ বিষয়টিকে বলকিস নারীর এগিয়ে যাওয়ার সঙ্গে তুলনা করেছেন।

গানটি শেয়ার করে বলকিস ইনস্টাগ্রামে লেখেন, এটি দারুণ একটি মিউজিক ভিডিও, যা নারীর ক্ষমতায়নকে গুরুত্ব দিয়ে নির্মাণ করা হয়েছে।

সাউন্ডট্র্যাকটিতে শুধু ইংরেজি ভাষা নয়, মরক্কো, আরবি ও হিন্দি ভাষাও রয়েছে। ভিডিওটিতে বিশ্বকাপের নারী রেফারিদের একটি ছোট অংশ রয়েছে, যা মূলত তাদের প্রতি সম্মান দেখাতেই রাখা হয়েছে।

এর আগে ২০১০ সালে শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ এবং ২০১৪ সালে জেনিফার লোপেজ-পিটপুলের ‘ইউ আর ওয়ান (ওলে ওলে) তুমুল জনপ্রিয়তা পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *