প্রায় ৫১ বছর আগে সৃষ্টি দৈনিক দেশবাংলা: ফজলুল কাদের চৌধুরী

দেশজুড়ে

জুলাই ৩, ২০২২ ২:৪৯ অপরাহ্ণ

এস এম হুমায়ুন কবির, স্টাফ রিপোর্টার, কক্সবাজার

“এতো পত্রিকার মাঝেও কেন দরকার দেশবাংলা” একাত্তরের রণাঙ্গনের মুখপাত্র জাতীয় একটি দৈনিকের নাম “দেশবাংলা”। দেশবাংলা আজ নতুন নয়, এটি নতুন কোন পত্রিকাও নয়, যার সৃষ্টি হয়েছিল আজ থেকে প্রায় ৫১ বছর আগে।

নবীন ও প্রবীণ সাংবাদিকদের সমন্বয়ে গঠিত টিম কক্সবাজার সাংবাদিক ফজলুল কাদের চৌধুরীর তত্বাবধানে দেশবাংলার ‘টিম কক্সবাজার’ এর ঘোষণা হওয়ার পর কক্সবাজারে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।

২ জুলাই, শনিবার বেলা আড়াইটার দিকে কক্সবাজার জেলা প্রেসক্লাবের কার্যালয়ে কক্সবাজারের আঞ্চলিক প্রধান ফজলুল কাদের চৌধুরীর সভাপতিত্বে ১ম প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার এইচএম এরশাদ।

সভায় বক্তব্য রাখেন, দৈনিক দেশবাংলা কক্সবাজার টিমের জেলা প্রতিনিধি আবুল হাশেম, কুতুবদিয়া প্রতিনিধি মিজানুর রহমান, রামু প্রতিনিধি এস এম হুমায়ূন কবির, পেকুয়া প্রতিনিধি সাজ্জাদুল ইসলাম, চকরিয়া প্রতিনিধি খায়রুল বাশার সোহেল, উখিয়া প্রতিনিধি মোসলেহ উদ্দীন ও টেকনাফ প্রতিনিধি নুরুল হোসাইন।

এছাড়াও উপস্থিত ছিলেন, পেকুয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

এ সভায় কক্সবাজারের আঞ্চলিক প্রধান ও কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলুল কাদের চৌধুরী বক্তব্যে বলেন, দৈনিক দেশবাংলা পত্রিকাটি বাজার আসার আগেই রাজধানীসহ পুরোদেশ জুড়ে ফেসবুক, সোস্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া পেয়েছে। পাঠকের মন কেড়ে নিয়েছে দেশ বাংলা। সবার মুখে মুখে একটি মাত্র ধ্বনি শোনা যাচ্ছে।

তিনি আরো বলেন, নিত্য নতুন আঙ্গিকে আবার বাজারে কেন দৈনিক দেশবাংলা? পত্রিকার প্রিয় পাঠক, শুভাকাঙ্ক্ষী, সুশীলসমাজ, সচেতনমহল ও সাধারন মানুষ মনে করছেন দৈনিক দেশবাংলা পত্রিকাটি হবে শতভাগ নিরপেক্ষ। সীমাহীন দুর্নীতি, জাল-জালিয়াতি, অন্যায়, অবিচার ও অনিয়মের বিরুদ্ধে অন্য সব পত্রিকার চাইতে দৈনিক “দেশবাংলা” থাকবে একটু ব্যতিক্রম এবং সোচ্চার। থাকবে অন্যসব জাতীয় পত্রিকার চাইতে একটু আলাদা। থাকবে জাতীয় খবর, রাজনৈতিক খবর, থাকবে নিজ নিজ জেলার খবর, অপরাধমূলক খবর, ঘটনার পেছনের খবর, ব্যবসা-বাণিজ্য, লেখাপড়া, বিনোদন, খেলাধুলা সহ প্রতিটি ক্ষেত্রে ছুয়ে যাবে “দৈনিক দেশবাংলা”।

প্রধান অতিথি কক্সবাজার জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক এইচএম এরশাদ বক্তব্যে বলেন, দেশ বাংলা কর্তৃপক্ষ খুব আন্তরিকতার সাথে চেষ্টা চালিয়ে যাচ্ছেন খুব শিগগিরই নতুন আঙ্গিকে বাজারে আসছে নতুন প্রজন্মের মানুষের সকলের প্রিয় পত্রিকা দৈনিক দেশ বাংলা। আপনার ঘরের দরজায় কড়া নাড়তে আসছে দেশ বাংলা। চোখ ও কান খোলা রাখুন, আপনি নিজে দেশ বাংলা পড়ুন, অন্যকেও পড়তে উৎসাহিত করুন।

সমাপনী বক্তব্যে ফজলুল কাদের চৌধুরী বলেন, দেশবাংলা কক্সবাজার জেলা প্রতিনিধিরা ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোস্ট করতে হবে। সব সময় সত্যানুসন্ধানী হতে হবে। অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন হতে হবে। পত্রিকার সার্কুলেশন ও বিজ্ঞাপন সংগ্রহের যত্নশীল হতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *