নোয়াখালীতে ৭দফা দাবিতে মানববন্ধন

দেশজুড়ে

নভেম্বর ২৫, ২০২২ ১২:১৬ পূর্বাহ্ণ

রিপন মজুমদার নোয়াখালী প্রতিনিধি:

প্রাথমিকের বর্তমান শূন্য পদের বিপরীতে সর্বোচ্চ সংখ্যক নিয়োগসহ ৭দফা দাবিতে নোয়াখালীতে মানববন্ধন করেছেন প্রাথমিকে চূড়ান্ত নিয়োগের ফলপ্রত্যাশীরা। পরে দ্রুত নিয়োগের দাবিতে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বরাবর স্মারলিপি দেন।

বৃহস্পতিবার সকালে নোয়াখালী প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

প্রাথমিক চূড়ান্ত নিয়োগের ফলপ্রত্যাশী কমিটির আহবায়ক আসিফ আহমদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ফলপ্রত্যাশী সাহেদ, রাতুল, তাসরিফ, সাইফুলসহ অনেকে।

বক্তারা বলেন, শূন্যপদের বিপরীতে সর্বোচ্চ সংখ্যক নিয়োগ দিতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তির ৯নং চকে সকল শূন্যপদের বিপরীতে নিয়োগ হবে উল্লেখ থাকলে বর্তমানে শূন্যপদ প্রায় ৬০ হাজার। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে প্রাথমিক বিদ্যালয়গুলো ১শিফটে চলবে বলে আমরা বিদায়ী সচিব থেকে জানতে পারি। সেক্ষেত্রে পাঠদানের জন্য সর্বোচ্চ সংখ্যক নিয়োগের প্রয়োজন। এতে প্রাথমিকের পাঠদান সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *