প্রতিবাদ জানালেন মাশরাফী

প্রতিবাদ জানালেন মাশরাফী

খেলা

নভেম্বর ১, ২০২২ ১০:১৮ পূর্বাহ্ণ

ক্রিকেটারদের আয় নিয়ে সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদন বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে। সেই প্রতিবেদনে মিথ্য তথ্য পরিবেশন করা হয়েছে বলে প্রতিবাদ জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

প্রতিবেদনটিতে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদদের মতো বর্তমান তারকা ক্রিকেটারদের আয় তো দেখানো হয়েছিলই, সেখানে উঠে এসেছিল সাবেক বাংলাদেশ অধিনায়ক মাশরাদীর আয়ের ফিরিস্তিও।

সেখানে বলা হয়েছে, সাবেক সফল অধিনায়ক মাশরাফী বর্তমানে ৫১০ কোটি টাকার সম্পদের মালিক। ভারতের ক্রিকট্র্যাকার নামের একটি ক্রীড়া সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

যদিও সংবাদ মাধ্যমটি বলেছে, এই তথ্যের বিশ্বাসযোগ্য কোন সূত্র নেই। যে কারণে এই নিউজটির দায়ভার আমরা নিচ্ছি না। বাংলাদেশের কিছু অনলাইন পোর্টালও মাশরাফীর সম্পদ নিয়ে সোমবার খবর প্রকাশ করে।

সেই খবর অবশ্য কিছুক্ষণ পরেই ক্রিকট্র্যাকার নিজেদের ওয়েবসাইট থেকে সরিয়ে নিয়েছে। যার ফলে এখন আর সেই খবরটি খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই খবরের প্রতিবাদে মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়িড ফেসবুক পেইজে প্রতিবাদ জানিয়ে একটি পোস্ট দিয়েছেন মাশরাফী। যা নিম্নে তুলে ধরা হলো-

‘ভিনদেশি কোনো হাবিজাবি সস্তা ওয়েবসাইট বা ফেসবুক পেজ তাদের মনগড়া যা ইচ্ছা লিখতেই পারে। সেসবকে পাত্তা দেওয়ার কিছু নেই। কিন্তু তাদেরকে সূত্র ধরে নিয়ে যখন আমাদের দেশের নানা ওয়েবসাইট যা ইচ্ছা তাই লিখে দেয়, তখন দুঃখ লাগে বটে!’

মাশরাফী আরো ‘দেশের একজন মানুষকে নিয়ে লেখা হচ্ছে, আপনারা চাইলেই তো খোঁজ-খবর নিতে পারেন। তা না করে উল্টো তাদের উদ্ভট নিউজের সূত্র ধরে আপনারা নিউজ করছেন। সাংবাদিকতার নীতি-নৈতিকতার ন্যূনতম চর্চা নাহয় করলেন না, অন্তত নিজেদের এতটা সস্তা হিসেবে তুলে ধরতেও তো বিবেকে নাড়া দেওয়া উচিত!’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *