পুলিশের ৩১তম মহাপরিদর্শক(আইজিপি) হিসেবে নিয়োগ পেলেন চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন

জাতীয়

সেপ্টেম্বর ২২, ২০২২ ১১:১৩ অপরাহ্ণ

মতিউর রহমান সরকার দুখু,ঢাবি প্রতিনিধি 

বাংলাদেশ পুলিশের নতুন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়েছে। তিনি বর্তমান আইজিপি বেনজির আহমেদের স্থলাভিষিক্ত হবেন।চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন ১৯৬৪ সালের ১২ জানুয়ারি সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামে জন্মগ্রহণ করেন।

তিনি ঢাকার আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করেছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি ১৯৮৯ সালের ২০ ডিসেম্বর বাংলাদেশ পুলিশের সহকারী সুপারিনটেনডেন্ট (এএসপি) হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন। বর্তমানে তিনি র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন  আগামী ৩০সেপ্টেম্বর,২০২২ বেনজির আহমেদ অবসরে যাওয়ার পর নতুন আইজিপি দায়িত্ব পালন শুরু করবেন। জনাব এমন খুরশীদ হোসেনকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনের স্থলাভিষিক্ত হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *