পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কাতার বিশ্বকাপ শুরু

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কাতার বিশ্বকাপ শুরু

খেলা

নভেম্বর ২১, ২০২২ ১০:১৭ পূর্বাহ্ণ

সূরা আল হুজরাত, আয়াত – ১৩ পড়ার মাধ্যমে কাতার বিশ্বকাপ শুরু হয়েছে। রোববার রাতে জমকালো এ অনুষ্ঠানে দু পা ছাড়া বিরল প্রতিভার অধিকারী বিশেষ ব্যক্তি কোরআন তেলাওয়াত করেন। কাতার যতটুকু সম্ভব ইসলাম ধর্মকে সামনে রাখার চেষ্টা করছে।

 يَا أَيُّهَا النَّاسُ إِنَّا خَلَقْنَاكُمْ مِنْ ذَكَرٍ وَأُنْثَىٰ وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا ۚ إِنَّ أَكْرَمَكُمْ عِنْدَ اللَّهِ أَتْقَاكُمْ ۚ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ

`হে মানব, আমি তোমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা পরস্পরে পরিচিতি হও। নিশ্চয় আল্লাহর কাছে সে-ই সর্বাধিক সম্ভ্রান্ত যে সর্বাধিক পরহেজগার। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ, সবকিছুর খবর রাখেন।‌‘

শরীরের অর্ধেক অংশ না থাকা গানিম আল মুফতাহ কোরআন তেলাওয়াত করেন। কাতারেই জন্ম তার। এসময় হলিউড তারকা মরগ্যান ফ্রিম্যান তার সঙ্গে ছিলেন।

২০১৮ সালে টেড এক্স কাতার বিশ্ববিদ্যালয়ের হয়ে একটি বক্তৃতার মাধ্যমে আলোচনায় আসেন মুফতাহ। পরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিচিতি পান। ইনস্টাগ্রামে এক মিলিয়নেরও বেশি অনুসারী আছে মুফতাহর।

এবারের বিশ্বকাপের অ্যাম্বেসডরও তিনি। এ নিয়ে এক বিবৃতিতে বলেন, ‘অ্যাম্বাসেডর হিসেবে আমি আমার সক্ষমতা দিয়ে আশা, সামগ্রীকতা, শান্তি ও মানবতার জন্য ঐক্যবদ্ধতার বার্তা ছড়িয়ে দিতে চাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *