ন্যাটোর ৪৫ হাজার টন অস্ত্র ধ্বংসের দাবি রাশিয়ারন্যাটোর ৪৫ হাজার টন অস্ত্র ধ্বংসের দাবি রাশিয়ার

আন্তর্জাতিক স্লাইড

আগস্ট ৮, ২০২২ ৯:৩৩ পূর্বাহ্ণ

ইউক্রেনের দক্ষিণাঞ্চলে ন্যাটো সরবরাহ করা ৪৫ হাজার টন অস্ত্র ধ্বংস করা হয়েছে বলে রোববার দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।  রুশ সংবাদমাধ্যম তাসের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, নিকোলাভ অঞ্চলের ভোজনেসেনস্ক এলাকায় একটি অস্ত্রাগারে সম্প্রতি ন্যাটো দেশগুলোর সরবরাহ করা ৪৫ হাজার টন গোলাবারুদ ধ্বংস করা হয়েছে।

রাশিয়ান বাহিনী আরও পাঁচটি গোলাবারুদ গুদাম ধ্বংস করেছে বলেও দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এর আগে শনিবার ইউক্রেনের দুইটি এসইউ-২৫ সামরিক বিমান গুলি করে ভূপাতিত করার দাবি করেছে রুশ প্রতিরক্ষা বাহিনী।

এ ব্যাপারে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় লেফটেন্যান্ট জেনারেল ইগর কোনাশেনকভ বলেছিলেন, কিরোভোগ্রাদ অঞ্চলের সোলন্টসেভো বসতির কাছে বিমান হামলা চালিয়ে একটি ও খেরসন অঞ্চলের রাদগোস্পনয়ে বসতির কাছে আরেকটি এসইউ-২৫ সামরিক বিমান ভূপাতিত করা হয়।

এদিকে, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ নতুন পর্যায়ে প্রবেশ করতে যাচ্ছে বলে জানিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *