নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে: সংসদে বাণিজ্যমন্ত্রী

জাতীয় স্লাইড

সেপ্টেম্বর ২, ২০২২ ৮:৫০ পূর্বাহ্ণ

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি দাবি করেছেন, নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রয়েছে। তিনি বলেন, কার্যকর পদক্ষেপ গ্রহণের ফলে ভোজ্যতেলসহ অন্যান্য নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল ও সহনীয় পর্যায়ে রয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে মুজিবুল হকের প্রশ্নের উত্তরে মন্ত্রী এসব কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপিত হয়।

এবাদুল করিমের প্রশ্নের উত্তরে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানান, ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশ ২০৩টি দেশে পণ্য রপ্তানি করেছে। এর মধ্যে ৯১টি দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রয়েছে এবং ১১২টি দেশের সঙ্গে বাণিজ্য ভারসাম্য বাংলাদেশের অনুকূলে রয়েছে। মন্ত্রী বলেন, চলতি অর্থবছরে রপ্তানির পরিমাণ ৬০ হাজার ৯৭১ দশমিক ২৬ মিলিয়ন ডলার আর আমদানি ৮২ হাজার ৫০০ মিলিয়ন ডলার।

বেনজীর আহমেদের প্রশ্নের উত্তরে তিনি জানান, ২০২১-২২ অর্থবছরে সার্কভুক্ত দেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি ১১ হাজার ৯৮৬ দশমিক ৯৮ মিলিয়ন ডলার। চীনের সঙ্গে ঘাটতি ১৯ হাজার ৩৫৩ দশমিক ৩৭ মিলিয়ন ডলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *