নিউক্লিয়ার প্লান্টে ভারি অস্ত্র থাকা নিয়ে যা বললেন রুশ প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক

সেপ্টেম্বর ৩, ২০২২ ৮:০৮ পূর্বাহ্ণ

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু বলেছেন, জাপোরিঝিয়া নিউক্লিয়ার প্লান্টের ভেতর ও আশপাশে কোনো ভারী অস্ত্র রাখেনি রুশ সেনারা।

তবে রুশ মন্ত্রীর এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

শুক্রবার একটি সংবাদ সম্মেলনে সের্গেই সোইগু বলেন, ইউক্রেনের কর্তৃপক্ষ সরাসরি মিথ্যা বলে যে, প্লান্টের গুরুত্বপূর্ণ স্থাপনার ভেতর লুকিয়ে থেকে রুশ সেনারা ইউক্রেনের সেনাদের ওপর দূর পাল্লার অস্ত্র ব্যবহার করে হামলা করে।

আমি দায়িত্ব নিয়ে বলছি সেখানে আমাদের কোনো ভারি অস্ত্র নেই। আমি মনে করি আণবিক শক্তি সংস্থার কর্মকর্তারা বিষয়টি বুঝতে পারবে, যোগ করেন সোইগু।

রুশ মন্ত্রী দাবি করেন, মধ্য জুলাই থেকে ইউক্রেনের সেনারা নিয়মিত প্লান্টে হামলা করছে। গত ১৮ জুলাই থেকে ২৯টি হামলার ঘটনা লিপিবদ্ধ করেছেন তারা।

অন্যদিকে ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে, জাতিসংঘের আণবিক শক্তি সংস্থার সদস্যদের কাছে মিথ্যা বলছে রাশিয়া। তারা তাদের ভুল বোঝাচ্ছে। শুধুমাত্র যেসব তথ্য দিয়ে রাশিয়া সুবিধা পাবে সেগুলো আণবিক শক্তি সংস্থার কাছে উপস্থাপন করছে।

সূত্র: সিএনএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *