না ফেরার দেশে চলে গেলেন অধ্যক্ষ পৃথ্বিশ রঞ্জন পোদ্দার

দেশজুড়ে

জানুয়ারি ১৪, ২০২৩ ১:১১ অপরাহ্ণ

মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়াঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের দক্ষিণ সিংহগ্রামের বিজয় লক্ষী স্কুল এন্ড কলেজের হাজারো শিক্ষক, শিক্ষার্থী,গুনাগ্রাহী ও সহকর্মীদের কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ পৃথ্বিশ রঞ্জন পোদ্দার । তিনি দীর্ঘদিন যাবৎ “বিজয়লক্ষী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দ্বায়িত্ব অত্যান্ত সুনামের সাথে পালন করে আসছিলেন।তাছাড়াও তিনি বুড়িশ্বর ইউনিয়নে ছাত্রলীগের সাবেক সহ সভাপতি,নাসিরনগর আধুনিক হাসপাতালের পরিচালক।মৃত্যু কালে তার বয়স হয়োছিল ৫১ বছর। পারিবারিক সূত্রে জানা গেছে শুক্রবার ১৪ জানুয়ারী ভোর ৭ টায় তিনি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ্য হয়ে পড়েন। পরে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে শারীরিক অবস্থার অবনতি দেখে তাকে রাজধানী ঢাকার স্কয়ার হসপিটালে ভর্তি করা হয়।সেখানে চিকিৎসারত অবস্থায় রাত অনুমান ৭ ঘটিকার সময় চিকিৎসারত অবস্থায় তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেন।মৃত্যুকালে তিনি স্ত্রী ১ পুত্র ১ কন্যা সস্তানের জনক ছিলেন।বিজয়লক্ষ্মী স্কুল এন্ড কলেজ প্রতিষ্টাকালীন সময় ১৯৯৯ সাল থেকে তিনি ২০২৩ সাল পর্যন্ত দায়িত্বে ছিলেন।

পৃথ্বীশ রঞ্জনের মৃত্যুর খবরে তার গ্রামের বাড়ি বুড়িশ্বরের দক্ষিন সিংহগ্রাম সহ আশপাশের এলাকায় এক হৃদয় বিদায়ক দৃশ্যের অবতারণা হয়।এ সময় ছাএ /ছাত্রী/শিক্ষক/ কর্মচারীরা এক নজর দেখতে ভীড় জমাতে থাকে। তারা প্রত্যেকে তার আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *