নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অভিযানে আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ বার্মিজ চোরাই মাদকদ্রব্য উদ্ধার

দেশজুড়ে

জুলাই ১৬, ২০২২ ৫:৪৮ অপরাহ্ণ

এস এম হুমায়ুন কবির, স্টাফ রিপোর্টার, কক্সবাজার

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি এর অভিযানে ১২টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ১২ বোতল বার্মিজ মদ, ১০ প্যাকেট বার্মিজ সিগারেট সহ ৪ পিস বার্মিজ বস্তা উদ্ধার করেছে।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই আনুমানিক রাত ১১টায় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর ০৪ নং দোছড়ি ইউনিয়নের লেম্বুছড়ি বিওপি’র একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বিওপি হতে আনুমানিক ০৩ কিঃ মিঃ দক্ষিণ পূর্ব দিকে উত্তর পুট্টারঝিরি নামক স্থানে মেইন পিলার ৫১ হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর পশ্চিম দিকে পাহাড়ের ঢালুতে ছড়ার পার্শ্বে (জিআর-৩৭৪৭২২ মানচিত্র-৮৪/৭) পরিত্যক্ত বস্তা বন্দি অবস্থায় ডায়ানা ৩৫০ মেঘনাম T-০৬ গান ০১টি, চাইনিজ রাইফেল (Lion Brand) ০১টি, SBBL ১২ বোর ০১টি, দেশীয় তৈরী পিস্তল ০১টি, দেশীয় তৈরী একনলা বন্দুক ০৮টি, বার্মিজ মদ (মার্ডালে রাম ৭০০ এমএল) ১২ বোতল, বার্মিজ সিগারেট (Red Rubx) ১০ প্যাকেট (১০x২০) ২০০টি এবং বার্মিজ বস্তা ০৪টি মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন।

নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অভিযানে আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ বার্মিজ চোরাই মাদকদ্রব্য উদ্ধার

এই ব্যাপারে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)অধিনায়ক লেঃ,কর্ণেল মোঃ রেজাউল করিম জানান, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ অস্ত্র লেনদেন ও ব্যবহারের ব্যাপারে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি এর নবাগত অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ রেজাউল করিম আরো জানান, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার এবং চোরাচালান প্রতিরোধে আভিযানিক ব্যবস্থা এবং যে কোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবি’র এ ধরনের কার্যক্রম ও তৎপরতা অব্যাহত থাকবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *