নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ৯টি অবৈধ অস্ত্র উদ্ধার

দেশজুড়ে

জুন ৭, ২০২২ ৫:৪৩ অপরাহ্ণ

এস এম হুমায়ুন কবির, স্টাফ রিপোর্টার, কক্সবাজার

৬ জুন, সোমবার আনুমানিক রাত সাড়ে ১০টায় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানাধীন বাইশারী ইউনিয়নের নারিচবুনিয়া এলাকা হতে ১টি ১২ বোর একনলা বন্দুক, ৫টি দেশীয় তৈরী একনলা বন্দুক এবং ৩টি দেশীয় তৈরী পিস্তলসহ মোট ৯টি অবৈধ অস্ত্র মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় পাহাড়ের ঝোঁপের মধ্য থেকে উদ্ধার করেন। এ ব্যাপারে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল নাহিদ হোসেন জানান, ১১ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ অস্ত্র লেনদেন ও ব্যবহারের ব্যাপারে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

১১ বিজিবি এর অধিনায়ক লেঃ কর্নেল নাহিদ হোসেন আরও জানান, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার এবং চোরাচালান প্রতিরোধে আভিযানিক ব্যবস্থা এবং যে কোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবি’র এ ধরনের কার্যক্রম ও তৎপরতা অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *