নভেম্বরের ২৫ দিনে রেমিট্যান্স এসেছে ১৩৫ কোটি ডলার

নভেম্বরের ২৫ দিনে রেমিট্যান্স এসেছে ১৩৫ কোটি ডলার

অর্থনীতি স্লাইড

নভেম্বর ২৮, ২০২২ ১০:৫০ পূর্বাহ্ণ

ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স বাড়াতে শর্ত শিথিল, চার্জ-ফি মওকুফসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এতে ইতিবাচক সাড়া মিলছে প্রবাসীদের কাছ থেকে। অবৈধ পথ ব্যবহার না করে ব্যাংকিং চ্যানেলেই রেমিট্যান্স পাঠাচ্ছেন তারা। এরই ধারাবাহিকতায় নভেম্বরের প্রথম ২৫ দিনে দেশে ১৩৪ কোটি ৭১ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এ ধারা অব্যাহত থাকলে নভেম্বর মাস শেষে প্রবাসী আয়ের পরিমাণ দাঁড়াবে ১৬০ কোটি ডলার।

রোববার কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, নভেম্বরের ২৫ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ২৩ কোটি ৪০ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ২ কোটি ৮৮ লাখ মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১০৭ কোটি ৯৮ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৪ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।

সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে ৩২ কোটি ৮৮ লাখ ডলার এসেছে। এরপর অগ্রণী ব্যাংকে এসেছে ৯ কোটি ৬ লাখ, ডাচ্ বাংলা ব্যাংকে ৮ কোটি ৫৫ লাখ, সোনালী ব্যাংক ৮ কোটি ১৪ লাখ এবং আল আরাফা ইসলামী ব্যাংকের এসেছে ৬ কোটি ৪৫ লাখ ডলার প্রবাসী আয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *