দ্বিতীয় টেস্টের জন্য দল ঘোষণা করল স্বাগতিকরা

খেলা

জুন ২৩, ২০২২ ১০:১১ পূর্বাহ্ণ

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের জন্য বুধবার (২২ জুন) দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। অ্যান্টিগা টেস্টে দলে থাকা ক্রিকেটাররাই আছেন এ টেস্টের দলে।

এ টেস্টের জন্য ক্যারিবীয়দের ঘোষিত দলের আকার ১৩। ড্যারেন স্যামি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে শুক্রবার (২৪ জুন)। ২ ম্যাচের এ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ।

দল ঘোষণা করে প্রধান নির্বাচক দেসমন্ড হেইনেস বলেন, ‘অ্যান্টিগায় আমরা দারুণ জয় পেয়েছি। আমাদের দল অনেক ভালো খেলেছে। যেটা আমাদের এ টেস্টে অনেক আত্মবিশ্বাস জোগাতে পারে। আমাদের দলে ভালো কয়েকজন ক্রিকেটার রয়েছেন। তাদের ওপর আমাদের আস্থা আছে।’

দ্বিতীয় টেস্টকে সামনে রেখে ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ ফিল সিমন্স বলেছিলেন, ‘এ বছরের বাকি ৫ টেস্টেই অপরাজিত থাকতে চাই। ছেলেরা বেশ আত্মবিশ্বাসী, যা আমার কাজটাকে সহজ করে দিচ্ছে। বিশেষ করে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ই তাদের মধ্যে দৃঢ়বিশ্বাস তৈরি করেছে। সবাই জানে, ব্রাথওয়েট দৃঢ়চেতা মানুষ। পাঁচ দিন নিরলসভাবে নিজের কাজটা করে যেতে পারে ও। এটা তাকে অন্যদের চেয়ে আলাদা করে।’

সিমন্স আরও বলেন, ‘অনেক ব্যাটারই আছে যারা ধৈর্য হারিয়ে অপ্রয়োজনীয় শট খেলে আউট হয়। কিন্তু ব্রাথওয়েট সবসময় দলের জন্য ভাবে। অধিনায়কত্বটা আসলে এমনই। তার অনেক কথা বলতে হয় না। সবাই বোঝে সে কী চায়।’
অ্যান্টিগা টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১০৩ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। সফররতদের ব্যাটিং লাইন-আপে বড় আঘাতটা করেছিলেন কেমার রোচ। দুই ইনিংসে ৮ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরাও। ২৪৯ উইকেট নিয়ে যৌথভাবে দেশের ষষ্ঠ সর্বোচ্চ টেস্ট শিকারিই সেন্ট লুসিয়ায় সিমন্সের মূল অস্ত্র।

উইন্ডিজ হেড কোচ বলেন, ‘আমাদের বোলিং আক্রমণকে অন্য পর্যায়ে নিয়ে গেছে রোচ। মাইকেল হোল্ডিংয়ের সমান উইকেট তার। ৭০টা টেস্ট খেলে ফেলেছে সে। ড্রেসিংরুমে ইয়াংস্টাররা ওর কাছ থেকে অনেক কিছু শিখতে পারে।’

ওয়েস্ট ইন্ডিজ দল
ক্রেগ ব্রাথওয়েট, জারমেইন ব্লাকউড, এনক্রুমাহ বোনার, জন ক্যাম্পবেল, জশুয়া ডা সিলভা, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, গুদাকেশ মতি, অ্যান্ডারসন ফিলিপস, রেইমন রেইফার, কেমার রোচ, জেইদেন সিলস ও ডেভন থমাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *