দোনেৎস্কে রুশপন্থী নিয়ন্ত্রিত বিস্ফোরণ, নিহত ১৩

আন্তর্জাতিক

সেপ্টেম্বর ২০, ২০২২ ৮:৩৫ পূর্বাহ্ণ

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক শহরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে।

সোমবার পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রিত এই শহরে হামলা ও প্রাণহানির এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন মেয়র আলেক্সি কুলেমজিন। খবর রয়টার্সের।

ইউক্রেনের কর্মকর্তাদের কাছ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, টেলিগ্রাম মেসেঞ্জার অ্যাপে পোস্ট করা এক বিবৃতিতে দোনেৎস্কের বিচ্ছিন্নতাবাদী মেয়র আলেক্সি কুলেমজিন বলেছেন, দোনেতস্কের কুইবিশেভস্কি জেলায় হামলায় দুই শিশুসহ ১৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

তিনি বলেন, হামলায় আহতের সংখ্যা নিশ্চিত করা হচ্ছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দোনেৎস্ক শহরটি ২০১৪ সাল থেকে রাশিয়ান-সমর্থিত দোনেতস্ক পিপলস রিপাবলিকের নিয়ন্ত্রণে রয়েছে। ইউক্রেনীয় সেনাবাহিনী দোনেৎস্কের উপকণ্ঠে অবস্থান ধরে রেখেছে এবং সাম্প্রতিক মাসগুলোতে এই শহরটি বারবার গোলাবর্ষণের শিকার হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *