দেশে করোনার ‘চতুর্থ ঢেউ’, যে পরামর্শ দিলেন ডা. আব্দুল্লাহ

জাতীয় স্লাইড

জুন ৩০, ২০২২ ৯:২০ পূর্বাহ্ণ

দেশে হঠাৎ করোনাভাইরাসের সংক্রমণ বাড়ার প্রবণতাকে ‘চতুর্থ ঢেউ’ হিসেবে চিহ্নিত করেছেন দেশের শীর্ষস্থানীয় চিকিৎসক অধ্যাপক এ বি এম আব্দুল্লাহ। তিনি বলেন, এ অবস্থায় স্বাস্থ্যবিধি মানতে হবে, মাস্ক পরতে হবে। এর কোনো বিকল্প নেই।

সোমবার (২৭ জুন) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আয়োজিত এক আলোচনা সভায় এ বি এম আব্দুল্লাহ এ কথা বলেন।

সংক্রমণের হার বাড়লেও আতঙ্কিত হওয়ার কিছু নেই মন্তব্য করে তিনি বলেন, ‘আমার অনুরোধ, হাত ধোয়ার অভ্যাস করুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, যেসব স্বাস্থ্যবিধি আছে, তা যথাযথভাবে মেনে চলুন।’

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এ ইমিরিটাস অধ্যাপক বলেন, করোনাভাইরাস থেকে সুরক্ষা পেতে হলে সবাইকে দ্রুত টিকা নিতে হবে। এর মধ্যে সুখবর হচ্ছে এ ব্যাধির নাকে নেয়ার ওষুধের ট্রায়ালও শিগগিরই দেশে শুরু হতে পারে।

করোনা সংক্রমণ এড়াতে শুরুতে লকডাউনসহ নানা পদক্ষেপ নেয়া হয়েছিল। পরে লকডাউন আর না থাকলেও স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়। বর্তমান পরিস্থিতিতে লকডাউন হতে পারে কিনা সে প্রসঙ্গে ডা. আব্দুল্লাহ বলেন, চতুর্থ ঢেউ মোকাবেলায় লকডাউনের মতো পদক্ষেপ প্রয়োজন হবে না। তবে স্বাস্থ্যবিধি মানতে হবে।

প্রসঙ্গত, চলতি মাসের শুরু থেকে ধীরে ধীরে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। হঠাৎ করোনা সংক্রমণ বাড়ার জন্য ওমিক্রনের দুটি সাব-ভ্যারিয়েন্টকে দায়ী করছেন বিশেষজ্ঞরা।

সবশেষ সোমবার (২৭ জুন) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ২ হাজার ১০১ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট ১৯ লাখ ৬৭ হাজার ২৭৪ জন আক্রান্ত শনাক্ত হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এ সময় মারা গেছে ২৯ হাজার ১৪২ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথমবারের মতো করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ১৮ মার্চ করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *