দেশের হয়ে টি-২০তে মুশফিকের যত রেকর্ড

খেলা

সেপ্টেম্বর ৪, ২০২২ ২:১৫ অপরাহ্ণ

দীর্ঘদিন ধরে জাতীয় দলের হয়ে টি-২০ ফরম্যাটে আশানুরূপ রান পাচ্ছিলেন না মুশফিকুর রহিম। বিশেষ করে এশিয়া কাপে যারপরনাই ব্যর্থ ছিলেন তিনি। এ অবস্থায় আজ (৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক টি-২০ থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মিস্টার ডিপেন্ডেবল।

২০০৬ সালের ২৮ নভেম্বর খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে মুশফিকের টি-২০ অভিষেক হয়েছিল। চলতি বছরের পহেলা সেপ্টেম্বর শ্রীলংকার বিপক্ষে ম্যাচের মাধ্যমে দীর্ঘ এই পথচলার সমাপ্তি। মাঝে তিনি জাতীয় দলের হয়ে খেলে ফেলেছেন ১০২টি টি-২০। বাংলাদেশের হয়ে যা দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড।

১০২ ম্যাচের মাঝে ৯৩বার মাঠে নেমেছেন মুশফিক। রান করেছেন ঠিক ১৫০০। এটি দেশের হয়ে চতুর্থ সর্বোচ্চ। এর মাঝে সর্বোচ্চ ইনিংসটি অপরাজিত ৭২ রানের, ব্যক্তিগত ইনিংসের দিক থেকে যা দশম।

মুশফিকের ১৯.৪৮ গড় এখন পর্যন্ত দেশের ক্রিকেটারদের মাঝে ১১তম সেরা। ১১৫.০৩ স্ট্রাইক রেট নিয়ে এখানে তিনি আছেন ১২তম স্থানে। মোট ছয়বার অর্ধশতকের দেখা পেয়েছেন তিনি। দেশের হয়ে যা যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ।

৯৩ ইনিংসের মাঝে ৮বার ইনিংসে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেছেন মুশফিক। এটি বাংলাদেশিদের মাঝে দ্বিতীয় সর্বোচ্চ। সেরা স্থানে আছেন ১০টি ডাক মারা সৌম্য সরকার।

কিপার হিসেবেও দারুণ করেছেন মুশফিক। সবমিলিয়ে ৪২ বার বল তালুবন্দী করেছেন তিনি, এছাড়া স্ট্যাম্পিংয়ে সফল হয়েছেন ৩০ বার। দেশের ক্রিকেটে রেকর্ড ৬২ ডিসমিসালের মালিক তিনি।

বাংলাদেশকে ২৩ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মুশফিক। যা তৃতীয় সর্বোচ্চ। কমপক্ষে দশ ম্যাচ নেতৃত্ব দেওয়া অধিনায়কদের মাঝে তার জয়ের হার দ্বিতীয় সর্বোচ্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *