দুশ্চিন্তার অবসান, প্রথম ম্যাচেই মেসিকে পাচ্ছে আর্জেন্টিনা

দুশ্চিন্তার অবসান, প্রথম ম্যাচেই মেসিকে পাচ্ছে আর্জেন্টিনা

খেলা স্পেশাল

নভেম্বর ২১, ২০২২ ১২:০০ অপরাহ্ণ

কাতারে আর্জেন্টিনার শিরোপা মিশনের প্রথম ভরসা লিওনেল মেসি। তবে গত পরশু একটা গুঞ্জন বাতাসে ভেসে বেড়াচ্ছিল, ইনজুরি আক্রান্ত মেসি!মূলত আর্জেন্টাইন তারকাকে একা অনুশীলন করতে দেখেই এমন সংবাদ। তবে আর্জেন্টাইন ভক্তদের জন্য খুশির খবর হলো, সকল দুশ্চিন্তার অবসান ঘটিয়ে প্রথম ম্যাচেই মাঠে নামবেন মেসি।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে মাঠ নামবে আর্জেন্টিনা। ঐ ম্যাচে নামার জন্য পুরোপুরি ফিট লিওনেল মেসি। এমনটাই জানিয়েছে শীর্ষ স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা। আর্জেন্টিনা বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ খেলবে ২২ নভেম্বর।

এর আগে, আরব আমিরাতের বিপক্ষে বিশ্বকাপের জন্য প্রস্তুতি ম্যাচে পুরো ৯০ মিনিটই খেলেছিলেন মেসি। সে ম্যাচে গোলও করেছিলেন এই আর্জেন্টাইন অধিনায়ক। একই সঙ্গে সতীর্থদের দিয়েও গোল করিয়েছেন। তবে বিশ্বকাপ শুরুর আগের দুই দিন সতীর্থদের সঙ্গে অনুশীলন করেননি মেসি। মূলত, তাতেই কিছুটা শঙ্কার কালো মেঘ জমেছিল।

মেসির সমস্যার শুরু ক্লাবের হয়ে খেলার সময়। পিএসজির হয়ে খেলার সময় ‘একিলিস টেন্ডনে’ সমস্যার কারণে এ মাসেই এক ম্যাচে মাঠের বাইরে ছিলেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী তারকা। তাই মেসি অনুশীলনে না থাকায় আর্জেন্টিনার সমর্থকদের কপালে ভাঁজ পড়াটাই স্বাভাবিক।

তবে ভেতরের খবর হলো, আর্জেন্টাইন টিম ম্যানেজমেন্ট মূলত মেসির ওপর বাড়তি চাপ দিতে চাচ্ছে না। দলের স্বার্থে সেরা তারকাকে রেখেঢেকে অনুশীলন করাচ্ছেন কোচ লিওনেল স্কোলানি। সে জন্যই দুই দিন অনুশীলনে দলের সঙ্গে ছিলেন না মেসি।

কাতার বিশ্বকাপেই বিশ্বকাপ জেতার শেষ সুযোগ পাচ্ছেন মেসি। কারণ, ৩৫ বছর বয়সী মেসির এটাই যে শেষ বিশ্বকাপ। সেটা বিশ্বকাপের আগেই জানিয়ে দিয়েছেন মেসি। তার কথাতেই স্পষ্ট করেছেন যে, কাতারের পরের আসরে তাকে দেখা যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। শেষ পরীক্ষায় তাই নিজেদের সেরাটা দিতে মরিয়া মেসি।

তবে সে ক্ষেত্রে চোট নিয়ে বাড়তি সতর্ক থাকতেই হবে তাকে। কারণ, এবারের বিশ্বকাপ হচ্ছে ক্লাব ফুটবলের মৌসুম চলাকালে। তাই টানা খেলার মধ্যে থাকায় খেলোয়াড়েরা কিছুটা হলেও ক্লান্ত। এর মধ্যেই চোটে পড়ে বিশ্বকাপ শেষ হয়ে গেছে আসরের তারকা দলের সদস্য করিম বেনজেমা, সাদিও মানের মতো তারকাদের।

উল্লেখ্য, ‘সি’ গ্রুপে সোদি আরব ছাড়াও আর্জেন্টিনার অন্য দুই প্রতিপক্ষ মেক্সিকো ও পোল্যান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *