দলের সবাইকে নিজের কাজটা ঠিকমতো করতে বললেন সাকিব

খেলা

জুন ২০, ২০২২ ১০:০১ পূর্বাহ্ণ

ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম টেস্ট দিয়ে ফের অধিনায়কের ভূমিকায় ফিরেছেন সাকিব আল হাসান। এবার অবশ্য শুধু টেস্টেই অধিনায়কের দায়িত্ব পালন করবেন মিস্টার সেভেন্টি ফাইভ। তবে ৭ উইকেটের হার দিয়ে নতুন অধ্যায়টা শুরু হওয়ায় বেশ মনঃক্ষুণ্ণ সাকিব। চতুর্থ দিনে আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে নেমে ৭ ওভারেই হেরে গেছে টাইগাররা। সাত উইকেটের হারের জন্য সাকিব দুষছেন দলের ব্যাটারদের ব্যর্থতাকেই।

অ্যান্টিগা টেস্টে ৭ উইকেটে হার মেনেছে বাংলাদেশ। টেস্টের দুই ইনিংসেই ব্যর্থ হয়েছে বাংলাদেশের ব্যাটাররা, বিশেষ করে প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতাই বাংলাদেশকে ছিটকে দিয়েছে ম্যাচ থেকে। চার টপ অর্ডার ব্যাটারের মধ্যে তিন জনই ফেরেন শূন্য রানে। দলের খাতায় ৪৫ রান তুলতেই ৬ উইকেট হারায় টাইগাররা। শেষ পর্যন্ত সাকিবের দৃঢ়তায় প্রথম ইনিংসে ১০৩ রান করতে সক্ষম হয় বাংলাদেশ।

একই চিত্র দ্বিতীয় ইনিংসেও। টপঅর্ডার ব্যর্থ আবার। শেষ পর্যন্ত সাকিব ও সোহানের জুটির কল্যাণে ইনিংস পরাজয় ঠেকিয়ে বাংলাদেশ ৮৪ রানের টার্গেট দিতে সক্ষম হয়।

ম্যাচ হারের পর সংবাদ সম্মেলনে সাকিব দুষলেন ব্যাটারদেরই। রীতিমত ক্ষোভ উগড়ে দিলেন ক্রমাগত ব্যর্থ হওয়া টাইগার ব্যাটারদের। তবে ক্ষোভ ঝারার ধরনটা ছিল ভিন্ন। সাংবাদিকদের প্রশ্নে তেলে বেগুনে জ্বলে উঠে সাকিব বললেন তিক্ত সত্য।

বাংলাদেশের ব্যাটিং নিয়ে প্রশ্নের জবাবে টাইগার অধিনায়ক বলেন, ‘দেখুন! এটাতো আসলে আমার আলোচনার বিষয় না। কোচেরই আলোচনার বিষয়। এখন আমি যদি কোচিংও করাই, অধিনায়কত্বও করি তাহলে তো সমস্যা।’

সাকিব দলের সবাইকে নিজেদের কাজটা ঠিকমতো করার তাগিদ দিলেন। নিজেদের কাজ ঠিকমতো করলেই ফল বদলাবে বলে মনে করেন অধিনায়ক সাকিব। তিনি বলেন, ‘আমার মনে হয়, আমার যতটুকু কাজ ততটুকুতে থাকাই ভালো। আমার দায়িত্ব যতটুকু আছে, সেটা পালন করার চেষ্টা করবো। বাকি যাদের যে কাজটা আছে, সেটা করলেই সবার কাজটা সহজ হয়ে যায়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *