ত্বকে আঁচিলের সংখ্যা বৃদ্ধি কি ক্যানসারের লক্ষণ?

স্বাস্থ্য

জুন ১৯, ২০২২ ৮:৫৩ পূর্বাহ্ণ

বিভিন্ন কারণে আমাদের ত্বকে সমস্যা দেখা দিতে পারে। ত্বকের সমস্যার মধ্যে আঁচিলকে অন্যতম একটি সমস্যা হিসেবে গণ্য করা হয়। কিন্তু শরীরে অধিক পরিমাণে আঁচিল কি ক্যানসারের লক্ষণ হতে পারে?

আঁচিল মূলত ছোট আকারের হয়ে থাকে। এগুলোকে চামড়ার ওপর অনেকটা ফুলকপির মতো অথবা কঠিন ফোসকার মতো দেখায়। সাধারণত মানুষের হাতে বা পায়ে অথবা শরীরের অন্যান্য স্থানে আঁচিল হতে দেখা যায়। চিকিৎসাশাস্ত্রে, মানবদেহে ১০ রকমের আঁচিল বা ফুসকুড়ির কথা বলা হয়ে থাকে। যার বেশির ভাগকেই নিরীহ বলে গণ্য করা হয়।

গবেষণায় দেখা গেছে, মানব শরীরে প্রায় ১৩০ ধরনের পাপিলোমা ভাইরাস সংক্রমণ ঘটাতে সক্ষম। এই পাপিলোমা ভাইরাস (এইচপিভি)-এর সংক্রমণের কারণেই আমাদের শরীরে বিভিন্ন ধরনের আঁচিল হয়ে থাকে।

বিশেষজ্ঞরা বলছেন, নারী-পুরুষ উভয়েরই আঁচিল হওয়ার প্রবণতা সমান। তবে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে, বিশেষ করে মধ্য বয়সে আঁচিল হওয়ার প্রবণতা বাড়তে শুরু করে।

এ ছাড়া যাদের ওজন খুব বেশি ও গর্ভবতী মায়েদের ক্ষেত্রে অনেক সময় দ্বিতীয় ট্রাইমেস্টারে আঁচিলের প্রবণতা দেখা যায়। সাধারণত আঁচিল শরীরের পক্ষে ক্ষতিকর নয়। তবে শরীরে বিভিন্ন স্থানে আঁচিল হলে তা অস্বস্তি ও বিব্রতবোধের কারণ হতে পারে।

স্কিন বিশেষজ্ঞদের মতে, সাধারণ আঁচিলে ব্যথা না হলেও এমন বেশ কিছু আঁচিল রয়েছে যেগুলোর চারপাশে প্রায়ই ব্যথা অনুভূত হয়। পাশাপাশি অনেক আঁচিলেই এ সমস্যার সঙ্গে দেখা দেয় রক্তপাত। এসব অস্বাভাবিকতার পাশাপাশি অনেক আঁচিলের মধ্যে দেখা যায় আকারে বড় হওয়ার প্রবণতাও।

আবার অনেক ক্ষেত্রে দেখা যায়, কোনো অংশে একটি আঁচিল হওয়ার পরপরই নির্দিষ্ট সময় ব্যবধানে আরও অনেক আঁচিলের সৃষ্টি হয়েছে। এই অস্বাভাবিক বিষয়গুলোকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখার পরামর্শ চিকিৎসকদের।

কারণ, এসব বৈশিষ্ট্যের আঁচিলকে ক্যানসারের লক্ষণ হিসেবে গণ্য করা হয়। সাধারণ মানুষের ক্ষেত্রে আঁচিল না ক্যানসার, তা বোঝা খুব একটা সহজ নয়। তাই ঝুঁকি না নিয়ে ত্বকে এসব অস্বাভাবিক বৈশিষ্ট্যের আঁচিল দেখামাত্রই চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *