তুরস্কে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ৬, আহত ৫৩

তুরস্কে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ৬, আহত ৫৩

আন্তর্জাতিক স্লাইড

নভেম্বর ১৪, ২০২২ ৮:১৬ পূর্বাহ্ণ

তুরস্কের ইস্তাম্বুল শহরের ব্যস্ত এলাকায় আকস্মিক বোমা বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ছয় জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ৫৩ জন।

রোববার (১৩ নভেম্বর) স্থানীয় সময় বিকাল ৪টা ২০ মিনিটে শহরটির ইস্তিকলাল এভিনিউতে ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এটি একটি আত্মঘাতী বোমা ছিল বলে জোরালো সন্দেহ রয়েছে।

এদিকে অনলাইনে পোস্ট করা একটি ভিডিওতে ঘটনাস্থল থেকে আগুনের লেলিহান শিখা দেখা গেছে। এতে বিকট বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে পথচারীদের পালিয়ে যেতে দেখা যায়।

অন্যান্য ফুটেজে অ্যাম্বুলেন্স, ফায়ার ট্রাক এবং পুলিশের উপস্থিতি দেখা গেছে। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা বলছেন- ওই এলাকার দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে।

আল-জাজিরার সাংবাদিক কোসেওগ্লু বলেন, বিস্ফোরণটি ছিল একটি ধাক্কার মতো। কেননা শহরে হামলার বিষয়ে সাম্প্রতিক কোন সতর্কবার্তা ছিল না।

ঘটনাস্থলে উপস্থিত বিবিসির সংবাদদাতা অরলা গেরিন জানিয়েছেন, রাস্তাটি ঘিরে রাখা হয়েছে এবং এর চারপাশে পুলিশের উপস্থিতি ব্যাপক।

হেলিকপ্টারগুলো মাথার উপর দিয়ে চক্কর দিচ্ছে এবং একের পর এক অ্যাম্বুলেন্স আসছে ও যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *