ঢাবিতে উত্তেজনা, ছাত্রদল-ছাত্রলীগ দফায় দফায় সংঘর্ষ

শিক্ষা স্লাইড

মে ২৪, ২০২২ ১:৩৮ অপরাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। দুদলের ধাওয়া-পাল্টা ধাওয়া ও লাঠিপেটায় আহত হন কমপক্ষে ২৫ নেতাকর্মী। এ সময় পুরো ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই দলের নেতাকর্মীরা ক্যাম্পাসে অবস্থান নিয়েছেন।

মঙ্গলবার (২৪ মে) মিছিলের শুরুতেই হাতাহাতি আর কথাকাটাকাটির একপর্যায়ে দুপক্ষের মধ্য সংঘর্ষ হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দফায় দফায় সংঘর্ষ জড়ান ছাত্রলীগ ও ছাত্রদলের কর্মীরা।

সকাল সাড়ে ৯টার দিকে পূর্বঘোষিত বিক্ষোভ-কর্মসূচি পালনের উদ্দেশ্যে ক্যাম্পাসে ছাত্রদল প্রবেশ করলে আগে অবস্থান নেওয়া ছাত্রলীগের কর্মীরা তাদের বাধা দেয়। তখনই বাধে সংঘর্ষ।

একপর্যায়ে দুই ছাত্র সংগঠনের নেতাকর্মীদের মধ্যে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। দুপক্ষই মুখোমুখি অবস্থান নিয়ে ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করে।

পরে ছাত্রদলের কর্মীরা ঢাকা মেডিকেলে অবস্থান নিলে ছাত্রলীগের কর্মীরা তখন শহীদ মিনারসহ পুরো ক্যাম্পাসজুড়ে অবস্থান নেয়। সকাল সাড়ে ১১টার দিকে আবারও দোয়েল চত্বরে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

পুরো ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। এ সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত ২৫ জনের মতো আহত হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *