ডেঙ্গু নিয়ে আরো ২৩৭ জন হাসপাতালে

জাতীয় স্লাইড

আগস্ট ৩১, ২০২২ ৯:০০ পূর্বাহ্ণ

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ২৩৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১৯৬ জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বাকি ৪১ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ৭১২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ৬০১ জন ঢাকার মধ্যে এবং ১১১ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৭ আগস্ট ২০২২ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট পাঁচ হাজার ৯৩০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় চার হাজার ৮৮৮ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন এক হাজার ৪২ জন ডেঙ্গু রোগী।

অন্যদিকে চিকিৎসা শেষে পাঁচ হাজার ১৯৮ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে চার হাজার ২৭৮ জন ঢাকার এবং বাকি ৯২০ জন ঢাকার বাইরের বাসিন্দা।

মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি। চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ২০ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *