ট্রেন্ডিংয়ের শীর্ষে ‘পুনর্জন্ম ৩’

ট্রেন্ডিংয়ের শীর্ষে ‘পুনর্জন্ম ৩’

বিনোদন স্পেশাল

অক্টোবর ৪, ২০২২ ১০:২৭ পূর্বাহ্ণ

নির্মাতা ভিকি জাহেদের রচনা ও পরিচালনায় নির্মিত পুনর্জন্ম ৩ এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইউটিউব ট্রেন্ডিং ১ এ অবস্থান করছে। ২২ ঘণ্টায় দেখা হয়েছে ১ দশমিক ৮ মিলিয়ন বার।

চ্যানেল আই প্রাইম নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ করায় নাটকটি দেখে দর্শকরা তাদের মন্তব্য জানাতে পারছেন মন্তব্যের ঘরে। যেখানে অধিকাংশ দর্শকই তাদের মুগ্ধতার কথা জানিয়েছেন।

দর্শকদের কিছু মন্তব্য এমন-

‘ভিকি জাহেদ ভাই দেখিয়ে দিয়েছে কীভাবে অশ্লীলতা ছাড়াও মানুষের মন জয় করা যায়, ভাই আপনি আসলেই ট্যালেন্টেড নির্মাতা’

‘একমিনিটও নাটকটা থেকে বের হতে পারিনি, সারাদিন শুধু মাথায় এটাই ঘোরে, সত্যি এক কথায় অসাধারণ’

‘বাংলা নাটকের ইতিহাস হয়ে থাকবে পুনর্জন্ম’

‘এই নাটকটা ইংরেজিতে ডাবিং করা উচিত! বাঙালিদের সঙ্গে পুরো পৃথিবী এই লিজেন্ডারি নাটকের সাক্ষী হয়ে থাকবে’

‘এক বছর অপেক্ষা করা সার্থক… ইতিহাস হয়ে থাকবে এ নাটক দর্শকদের হৃদয়ে’

সত্যিই মুগ্ধ আমি, একটা নাটক কীভাবে এত সুন্দর হতে পারে। পরবর্তি পর্বের জন্য অপেক্ষায় রইলাম’

‘পুর্নজন্ম শুধুই মারাত্মক নাটক নয় এটা আন্তর্জাতিক মানের নাটক’

‘এই নাটক বিভিন্ন ভাষায় ডাবিং করা উচিত, যাতে অন্যরাও বুঝতে পারে বাংলাদেশও চাইলে এমন কিছু বানাতে পারে’

পুনর্জন্ম প্রথম ৩ কিস্তির পর এখন সবার অপেক্ষা পরের বা অম্তিম পর্বের জন্য। সে নিয়ে ভিকি জাহেদ বলেন, তৃতীয় কিস্তি আসতে সময় লেগেছে ১ বছর। তবে অন্তিম পর্ব আনতে এতটা দেরি করব না। গল্প, স্ক্রিপ্ট রেডি আছে। আশা করছি চার মাসের মতো লাগবে অন্তিম পর্ব আনতে।

এই সাফল্য ভালোই উদযাপন করছেন বলে জানান ভিকি। বলেন, বাংলাদেশ তো বটেই, কলকাতা থেকেও পুনর্জন্ম নিয়ে সাড়া পাচ্ছি। দর্শকদের মন্তব্য আমাদের সবাইকে খুবই অনুপ্রেরণা দিচ্ছে।

থ্রিলার ঘরানার এ কনেটেন্ট অভিনয় করেছেন আফরান নিশো, মেহজাবিন চৌধুরী, খায়রুল বাসার, কাজী নওশাবা আহমেদ, শাহেদ আলী, মুকুল সিরাজ, শরীফ সিরাজ, আব্দুল্লাহ আল সেন্টু, মঞ্জুর মিন্টু, সালাম খান তরুণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *