ট্রাম্পের বাড়ি থেকে উদ্ধারকৃত ‘গোপনীয় নথি’ পড়ে ছিল অযত্নে

আন্তর্জাতিক স্লাইড

সেপ্টেম্বর ৩, ২০২২ ৮:০১ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার মার-এ লাগো বাড়ি থেকে যেসব নথি উদ্ধার করা হয়েছে সেগুলোর তালিকা শুক্রবার প্রকাশ করা হয়েছে।

গণমাধ্যম সিএনএন জানিয়েছে, ট্রাম্পের বাড়ি থেকে যেসব নথি উদ্ধার করা হয়েছে সেগুলো কাপড়, উপহার ও খবরের কাগজের সঙ্গে পড়ে ছিল। অথচ এসব নথির মধ্যে কিছু কিছুতে লেখা ছিল ‘অত্যন্ত গোপনীয়।’

এফবিআই নথির বেশ কয়েকটি বক্স উদ্ধার করে। সেই বক্সের ভেতর থাকা নথিগুলো গোপনীয় ও অত্যন্ত গোপনীয় হিসেবে উল্লেখ ছিল। কিন্তু সেই বক্সের ভেতরই ৯৯টি ম্যাগাজিন, খবরের কাগজ পাওয়া গেছে।

জানা গেছে, এফবিআই নথির যেসব বক্স উদ্ধার করেছে তার মধ্যে ৯০টি ফোল্ডার খালি পাওয়া গেছে। যেগুলোতে উল্লেখ আছে সেগুলো হোয়াইট হাউজ স্টাফ সেক্রেটারি বা সামরিক কর্মকর্তার কাছে ফেরত পাঠাতে হবে।

আরও জানা গেছে, এফবিআইয়ের কর্মকর্তারা যেসব খালি বক্স উদ্ধার করেছেন সেগুলোর মধ্যে ৭১টি ট্রাম্পের অফিস থেকে ও ১৯টি স্টোর রুম থেকে উদ্ধার করেছে।

তাছাড়া কয়েক ডজন নথি জব্দ করা হয়েছে যেগুলোতে লেখা ছিল অত্যন্ত গোপনীয়।

সূত্র: সিএনএন, দ্য গার্ডিয়ান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *