টুইটার থেকে আয়ের সুযোগ

টুইটার থেকে আয়ের সুযোগ

বিজ্ঞান ও প্রযুক্তি

নভেম্বর ৮, ২০২২ ৯:১১ পূর্বাহ্ণ

মাইক্রো ব্লগ সাইট টুইটার কেনার পর একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন ইলন মাস্ক। এসব কাণ্ডে সমালোচনার মুখেও পড়েছেন। তবে এবার সুখবর দিয়ে ইলন মাস্ক বললেন, টুইটারে পোস্ট করে আয় করতে পারবেন ক্রিয়েটররা।

রোববার এক টুইট বার্তায় ইলন মাস্ক বলেন, টুইটারে সব ধরনের কনটেন্টের জন্য মনিটাইনজেশন আসছে।

এখন পর্যন্ত একটি টুইটে সর্বোচ্চ ২৮০ ক্যারেকটার পোস্ট করা যায়। মাস্কের পোস্টে এই সীমা বাড়ানোর ইঙ্গিত মিলেছে। অন্য এক টুইটে মাস্ক বলেন, এবার থেকে টুইটারে লম্বা টুইট করা যাবে। এর ফলে নোটপ্যাড স্ক্রিনশট পোস্ট করার প্রবণতা কমবে।

এছাড়াও শনিবার এক টুইট বার্তায় টুইটারের সার্চ নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে ইলন মাস্ক বলেন, টুইটারের সার্চ আমাকে ৯৮ সালের ইনফোসিকের কথা মনে করাচ্ছে। দ্রুত এই ফিচার পরিবর্তন করা হবে।

টুইটার অধিগ্রহণ করেই নিজের আধিপত্য দেখাতে শুরু করেন এই মার্কিন ধনকুবের। ইতোমধ্যেই টুইটার বোর্ডের সব সদস্যদের ছাঁটাই করে নিজেই কোম্পানির সিইও পদে বসেছেন ইলন মাস্ক। টুইটারে চলছে গণ ছাঁটাই, বহু কর্মীকে ইমেইলের মাধ্যমে ছাঁটাইয়ের কথা জানিয়ে দিয়েছেন মাস্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *