ঝিনাইগাতীতে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

ঝিনাইগাতীতে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

দেশজুড়ে

নভেম্বর ২৪, ২০২২ ৯:২৬ অপরাহ্ণ

মুরাদ শাহ জাবাল, ঝিনাইগাতী (শেরপুর)

শেরপুরের ঝিনাইগাতীতে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। “বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এ প্রতিপাদ্য সামনে রেখে ২৪ নভেম্বর, বৃহস্পতিবার বেলা ১২টায় ঝিনাইগাতী থানা পুলিশের আয়োজনে উপজেলার কাংশা ইউনিয়নের পশ্চিম বাকাকুড়া কমিউনিটি সেন্টারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, বিপিএম। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল আলম ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আবুল কাশেমের সঞ্চালনায় এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সোহেল মাহমুদ পিপিএম, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মোঃ আনার উল্লাহ আনোয়ার, উপজেলা ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশন চেয়ারম্যান মিঃ নবেশ খকশী, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক একেএম বেলায়েত হোসেন, কাংশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, ধানশাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, ইউপি সদস্য রহমত আলী প্রমুখ।

এ সমাবেশে ইভটিজিং রোধ, মাদক মুক্ত জেলা গঠন নারী নির্যাতন, বাল্যবিবাহ, পানিতে ডুবে এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অপমৃত্যু প্রতিরোধে সচেতনতামূলক বক্তব্য রাখেন বক্তারা। এ সমাবেশে এলাকার গন্যমান্যবক্তিবর্গ্য শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *