জিদান ও পেইজলিকে পেছনে ফেলে ইতিহাস গড়লেন আনচেলত্তি

খেলা

মে ২৯, ২০২২ ১২:১৮ অপরাহ্ণ

লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ জিতেছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়নস লিগের ১৪তম শিরোপা শোকেসে তুলেছে লস ব্লাঙ্কোসরা।

শনিবার রাতে ফ্রান্সের স্তাদে দে ফ্রান্স স্টেডিয়ামে রিয়ালের এ কীর্তি গড়ার সঙ্গে সঙ্গে ইতিহাসে নাম লেখালেন দলটির কোচ কার্লো আনচেলত্তি।

ইতিহাসে প্রথম কোচ হিসাবে চারটি চ্যাম্পিয়নস লিগ জিতলেন এ ইতালীয় কোচ। গত রাতের ফাইনালের আগে এ রেকর্ডে রিয়ালের সাবেক কোচ জিনেদিন জিদান ও লিভারপুলের সাবেক কোচ বব পেইজলির সঙ্গী হয়েছিলেন আনচেলত্তি।

সবারই তিনটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ের রেকর্ড ছিল। এবার জিদান ও পেইজলিকে ছাপিয়ে গেলেন ৬২ বছর বয়সি আনচেত্তলি।

২০১৩-১৪ মৌসুমে আনচেত্তলির অধীনে চ্যাম্পিয়নস লিগের প্রথম শিরোপা ঘরে তুলে রিয়াল।

অবশ্য ইতিহাস এর আগেও গড়েছেন ইতালিয়ান এই ফুটবল ম্যানেজার। তার হাত ধরে ২০০২-০৩ ও ২০০৬-০৭ মৌসুমে এসি মিলান দুবার ইউরোপ সেরার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়।

চলতি মাসের শুরুতেই আনচেত্তলির অধীনে লা লিগা চ্যাম্পিয়ন হয় রিয়াল মাদ্রিদ।

সে হিসাবে ইতিহাসের প্রথম ও একমাত্র কোচ হিসেবে ইউরোপিয়ান শীর্ষস্থানীয় পাঁচ লিগের সবকটিতে শিরোপা জয়ের কীর্তি গড়েছেন আনচেত্তলি।

তথ্যসূত্র: গোল ডট কম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *